Sharad Pawar on anti-BJP alliance: কংগ্রেস ছাড়া বিজেপি বিরোধী জোট সম্ভব নয়, দাবি শরদ পাওয়ারের
মেহতা বিল্ডিংয়ের একটি ওষুধের দোকান থেকে ভুয়ো ভ্যাকসিন ও ইঞ্জেকশন কিনেছিল প্রতারণাকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেব (Debanjan Deb)। সেই দোকানেরই হদিশ পেল এবিপি আনন্দ। পুলিশ সূত্রে খবর, দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কবে ওই দোকানে গিয়েছিল দেবাঞ্জন সেইসব জানার চেষ্টা চলছে।
এদিকে, দেবাঞ্জনের (Debanjan Deb) বিরুদ্ধে আরও প্রতারণার অভিযোগ। নবান্নের (Nabanna) প্যাড জাল করেও প্রতারণার অভিযোগ। অভিযোগ, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের নামে বিজ্ঞপ্তি দেয় দেবাঞ্জন। নিজের নিরাপত্তায় অবসরপ্রাপ্ত বিএসএফ অফিসারকে (BSF Officer) নিয়োগ। নবান্নের প্যাড জাল করে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার অভিযোগ উঠেছে দেবাঞ্জন দেবের বিরুদ্ধে। প্রতারিত অবসরপ্রাপ্ত বিএসএফ অফিসার জাতীয় স্তরের প্রাক্তন সাঁতারু।
পাশাপাশি ভুয়ো নিয়োগের একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ দেবাঞ্জন দেবের (Debanjan Deb) বিরুদ্ধে। কলকাতা পুরসভার (KMC) ডেপুটি সেক্রেটারি হিসেবে নিয়োগ সুস্মিতা বন্দ্যোপাধ্যায় (Susmita Banerjee) নামে এক মহিলাকে। সিটি কলেজের টিকাকরণ শিবিরেও দেবাঞ্জনের সঙ্গেই ছিলেন তিনি। তাঁর দাবি, গ্রেফতারির আগে পর্যন্ত দেবাঞ্জনের জালিয়াতি সম্পর্কে তিনি কিছুই জানতে পারেননি।
‘কংগ্রেস ছাড়া বিজেপি বিরোধী জোট সম্ভব নয়,’ রাষ্ট্রীয় মঞ্চের বৈঠকের দু'দিন পর মন্তব্য শরদ পাওয়ারের। ‘রাষ্ট্রীয় মঞ্চের বৈঠকে জোট নিয়ে আলোচনা হয়নি। কিন্তু কংগ্রেসকে নিয়েই বিকল্প জোট গড়ে তুলতে হবে। বৈঠকেও আমি সেকথাই বলেছি,’ দাবি এনসিপি প্রধানের।