SisirAdhikari On Mamata Suvendu Duel 'ভাবতেই পারছেন না কতটা ব্যবধানে হারবেন,' নন্দীগ্রামে হাই-ভোল্টেজ লড়াই প্রসঙ্গে মন্তব্য শিশির অধিকারীর
নন্দীগ্রাম থেকেই প্রার্থী করা হল শুভেন্দু অধিকারীকে। ফলে এবার নন্দীগ্রামে নাটকীয় দ্বৈরথের অপেক্ষা। যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে শুভেন্দুর বাবা শিশির অধিকারী বলেন, 'ওনাকে ডেকে না নিয়ে এলে এত কথা বলতে পারতেন না। নন্দীগ্রামে কোন লড়াই হবে না। নন্দীগ্রামে বিশাল ব্যবধানে হারবেন। ' আজ প্রথম দু’দফার ৬০টি আসনের মধ্যে ৫৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য, নন্দীগ্রাম আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভূমিপুত্র শুভেন্দু অধিকারীকে দাঁড় করাল বিজেপি। ডেবরায় লড়াই দুই প্রাক্তন আইপিএসের। ডেবরা কেন্দ্রে বিজেপির প্রার্থী ভারতী ঘোষ। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর। ময়না কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দাকে। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সংগ্রাম দলুই। গণতন্ত্রের লড়াই হোক, তবে খেলা হোক, মন্তব্য ডেবরার তৃণমূল কংগ্রেস