Election Results 2024 Live Updates: 'টক টু মেয়র' অনুষ্ঠানে বেআইনি নির্মাণের অভিযোগ পেয়ে ডিজি বিল্ডিংকে ধমক মেয়রের
West Bengal By Elections Result 2024: কে, কোথায় জিতল, নির্বাচন সংক্রান্ত প্রতি মুহূর্তের খবরের আপডেট জানুন।
LIVE

Background
WB News Live: আর জি কর মেডিক্যালের ছায়া এবার বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে
আর জি কর মেডিক্যালের ছায়া এবার বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে। রোগীমৃত্যুকে কেন্দ্র করে পুলিশের সামনেই হাসপাতালে তাণ্ডব চালাল মৃতের আত্মীয়-পরিজনেরা। ইমার্জেন্সি বিভাগে ঢুকে চালানো হল ভাঙচুর, ভাঙা হল ভিজিটর্স গেটের কাচ।
West Bengal News Live: বঙ্গে বোসের ২ বছর পূর্তি, নিজের মূর্তির উন্মোচন রাজ্যপালের
বঙ্গে বোসের ২ বছর পূর্তি, নিজের মূর্তির উন্মোচন রাজ্যপালের। রাজ্যপালকে মূর্তি উপহার জাদুঘর কর্তৃপক্ষের। রাজভবনে নিজের মূর্তির উন্মোচন করলেন সিভি আনন্দ বোস। মূর্তি উন্মোচন নিয়ে রাজ্যপালকে কটাক্ষ ব্রাত্য বসুর।
WB News Live: বাড়ির সামনে থেকে নিখোঁজ ৪ বছরের শিশু
বলাগড়ের গুপ্তিপাড়া থেকে নিখোঁজ শিশু। বাড়ির সামনে থেকে নিখোঁজ ৪ বছরের শিশু। ড্রোন উড়িয়ে স্নিফার ডগ নিয়ে তল্লাশি পুলিশের। ৬০ জনের বিশেষ দল গঠন করে তল্লাশি পুলিশের। অপহরণের মামলা রুজু করে তদন্তে বলাগড় থানার পুলিশ।
West Bengal By Election 2024: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ। রঘুনাথগঞ্জের সেকেন্দ্রায় শাসক দ্বন্দ্বে বোমাবাজির অভিযোগ। এলাকা দখল নিয়ে শাসক দলের ২ গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজির অভিযোগ। তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের আরেক সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ।
WB News Live: কসবাকাণ্ডের মূল অপারেটর মহম্মদ ফুলবাবু, কোর্টে দাবি সুশান্ত ঘোষের আইনজীবীর
কসবাকাণ্ডের মূল অপারেটর মহম্মদ ফুলবাবু, কোর্টে দাবি সুশান্ত ঘোষের আইনজীবীর। বিহারের দুষ্কৃতীদের কলকাতায় আনা থেকে তাদের থাকার ব্যবস্থা, সবটাই অপারেট করছিল ফুলবাবু। ফুলবাবুই ধৃত যুবরাজ সিংহকে পাঠিয়েছিলেন হামলার জন্য়। ঘটনার পর বাকি অভিযুক্তরা এখনও বিহারে গা ঢাকা দিয়ে রয়েছে। বাকিদের খোঁজ পেতে ফুলবাবুকে পুলিশের হেফাজতে রাখা প্রয়োজন। আলিপুর কোর্টে সওয়াল তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের আইনজীবীর। ৩ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে মহম্মদ ফুলবাবু।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
