Election Results 2024 Live Updates: 'টক টু মেয়র' অনুষ্ঠানে বেআইনি নির্মাণের অভিযোগ পেয়ে ডিজি বিল্ডিংকে ধমক মেয়রের
West Bengal By Elections Result 2024: কে, কোথায় জিতল, নির্বাচন সংক্রান্ত প্রতি মুহূর্তের খবরের আপডেট জানুন।
LIVE
Background
কলকাতা: রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশিত হতে চলেছে শনিবার। নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই ও
মাদারিহাট বিধানসভা কেন্দ্রের ফল প্রকাশিত হতে চলেছে। এই ছয় আসনের বিধায়করা গত লোকসভা নির্বাচনে জিতে, সাংসদ হয়েছেন। ফলে, তাঁদের বিধানসভা কেন্দ্রগুলি বিধায়কশূন্য় হয়ে পড়ে ছিল। (Election Results 2024 Live Updates)
পার্থ ভৌমিক ব্য়ারাকপুরের সাংসদ হয়ে যাওয়ায়, বিধায়কশূন্য় ছিল নৈহাটি। জুন মালিয়া মেদিনীপুর কেন্দ্র থেকে লোকসভা ভোটে জয়ী হওয়ায়, মেদিনীপুর বিধানসভা কেন্দ্র বিধায়কহীন ছিল। তালডাংরার তৎকালীন তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী, বর্তমানে সাংসদ। সিতাইয়ের বিধায়ক ছিলেন জগদীশ বর্মা বসুনিয়া। গত লোকসভা ভোটে জিতে, বর্তমানে তিনি কোচবিহারের সাংসদ। (West Bengal By Elections Result 2024)
একইভাবে, মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা, এবার আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে জিতে, সাংসদ হয়েছেন। ফলে, মাদারিহাট কেন্দ্রে উপনির্বাচন হয়। তবে, বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলামের সম্প্রতি মৃত্যু হয়েছে। হাড়োয়া আসনের বিধায়ক পদ ছেড়ে তিনি সাংসদ হয়েছিলেন তিনি।
যে ছয়টি বিধানসভা আসনে উপনির্বাচন হয়, তার মধ্য়ে গতবার পাঁচটিতে জিতেছিল তৃণমূল। শুধুমাত্র মাদারিহাট ছিল বিজেপি-র দখলে।
লোকসভা নির্বাচনেও বিধানসভার সমীকরণটা খুব বেশি বদলায়নি। লোকসভা ভোটের বিধানসভাভিত্তিক ফল অনুযায়ী, নৈহাটিতে, তৃণমূলের সঙ্গে বিজেপি-র ব্য়বধান, প্রায় সাড়ে ১৫ হাজার। হাড়োয়ায় তৃণমূল এগিয়ে ছিল ১ লাখের বেশি ভোটে। মেদিনীপুরে অবশ্য় তৃণমূলের থেকে মাত্র ২হাজার ভোটে পিছিয়ে ছিল বিজেপি। তালডাংরায় তৃণমূল এগিয়ে ছিল প্রায় সাড়ে ৮ হাজার ভোটে। সিতাইয়ে ব্য়বধানটা ২৮ হাজারেরও বেশি। মাদারিহাটে অবশ্য় তৃণমূলের চেয়ে এগিয়ে ছিল বিজেপি।
যদিও জয় নিয়ে আত্মবিশ্বাসী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, "আমি কনফিডেন্ট। যেখানে যেখানে ভোট হয়েছে, সেখানে ভারতীয় জনতা পার্টি বা NDA জিতবে। যেখানে যেখানে মানুষ ভোট দিতে পেরেছেন। শহর এলাকায় ৭৪টি পুরসভায় বিজেপি এগিয়ে রয়েছে লোকসভা নির্বাচনের নিরিখে। পাঁচটিতে বাম-কংগ্রেস এগিয়ে রয়েছে। ১২০টি পুরসভা, কর্পোরেশনের ৭৫ জায়গায় তৃণমূল হেরেছে। পরবর্তী সময়ে আর জি কর ইস্যুতে আরও ড্যামেজ হয়েছে শহর এলাকায়।" যদিও তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের সাফ বক্তব্য, "আমরা আশাবাদী। ৬-০ হবেই।"
ইতিমধ্য়েই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গণনাকেন্দ্রের ২০০ মিটার এলাকা। গণনা কেন্দ্রের বাইরে ২০০ মিটার পর্যন্ত জারি থাকবে নতুন ধারা অনুযায়ী ১৬৩ ধারা। থাকছে ত্রিস্তরীয় গণনা। গণনা শুরু হবে সকাল ৮টা থেকে। প্রথম স্তরে থাকছে রাজ্য় পুলিশ। দ্বিতীয় স্তরে, রাজ্য় পুলিশের সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনীও। আর তৃতীয় বা শেষ স্তরে থাকবেন শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গণনাকেন্দ্রের ভিতরে থাকছে CCTV. গণনাকেন্দ্রের ভিতর থেকে কোনওরকম ওয়েবকাস্টিং হবে না। কমিশনের নিয়ম অনুযায়ী, প্রথমে গণনা হবে পোস্টাল ব্য়ালট। তারপর, শুরু হবে EVM কাউন্টিং। প্রত্য়েকটি স্ট্রংরুম পাহারায় আছে ১ প্ল্য়াটুন কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ, ২৪ জন জওয়ান।
সিতাইয়ের গণনাকেন্দ্র দিনহাটা কলেজ। মাদারিহাটের, আলিপুরদুয়ার ইন্ডোর স্টেডিয়াম। নৈহাটি বিধানসভার উপনির্বাচনের গণনাকেন্দ্র বঙ্কিমঞ্জলি স্টেডিয়াম। হাডোয়ার হাড়োয়া পিজি হাই স্কুল মেদিনীপুর কেন্দ্রের গণনাকেন্দ্র, মেদিনীপুর কলেজ এবং, তালডাংরার সিমলাপাল মদনমোহন হাই স্কুল। শনিবার বাংলা সহ ১৫টি রাজ্য়ের ৪৮টি বিধানসভা কেন্দ্র ও ২টি লোকসভা কেন্দ্রের উপ নির্বাচনের ফল ঘোষণা হবে।
এছাড়াও শনিবার, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনেরও ফল ঘোষণা। মহারাষ্ট্রে মোট বিধানসভা আসন ২৮৮টি। ম্য়াজিক ফিগার - ১৪৫। মহারাষ্ট্রে এ বার মূলত দ্বিমুখী লড়াই। এক দিকে বিজেপি, শিবসেনার শিন্ডে গোষ্ঠী এবং এনসিপির অজিত গোষ্ঠীর জোট। অন্য দিকে কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা এবং শরদ পাওয়ারের NCP-র জোট। পাশাপাশি কিছু ছোট আঞ্চলিক দলও রয়েছে। ঝাড়খণ্ড নির্বাচনে লড়াই মূলত দ্বিমুখী। এক দিকে কংগ্রেস-ঝাড়খণ্ড মুক্তি মোর্চার 'INDIA', অন্য়দিকে, বিজেপি নেতৃত্বাধীন 'NDA'. ঝাড়খণ্ড বিধানসভায় মোট আসন ৮১। ম্য়াজিক ফিগার ৪১।
পাশাপাশি, শনিবার, কেরলের ওয়েনাড লোকসভা কেন্দ্রেরও ভোটের ফল প্রকাশ। এবারের লোকসভা ভোটে, রাহুল গান্ধী রায়বরেলি এবং ওয়েনাড দুটি আসনেই জয়ী হন। তারপর রায়বরেলি রেখে ওয়েনাড ছেড়ে দেন তিনি। এই আসনে প্রার্থী হন প্রিয়ঙ্কা গান্ধী। এবারই প্রথমবার ভোটের লড়াইয়ে তিনি। প্রিয়ঙ্কা গান্ধী কী পারবেন রাহুল গান্ধীর জেতা আসন ধরে রাখতে? মহারাষ্ট্র কি বিজেপি জোট ধরে রাখতে পারবে? না কি কংগ্রেস-উদ্ধব ঠাকরে ও শরদ পাওয়ারের জোট ক্ষমতা ছিনিয়ে নেবে? ঝাড়খণ্ডে 'ইন্ডিয়া' জোটকে বড়সড় ধাক্কা দিয়ে ক্ষমতা দখল করবে বিজেপি? কী হবে উত্তরপ্রদেশের বিধানসভা উপ নির্বাচনে যোগী আদিত্য়নাথের সঙ্গে অখিলেশ যাদবের লড়াইয়ে? আর কিছু ক্ষণের মধ্যেই জানা যাবে।
WB News Live: আর জি কর মেডিক্যালের ছায়া এবার বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে
আর জি কর মেডিক্যালের ছায়া এবার বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে। রোগীমৃত্যুকে কেন্দ্র করে পুলিশের সামনেই হাসপাতালে তাণ্ডব চালাল মৃতের আত্মীয়-পরিজনেরা। ইমার্জেন্সি বিভাগে ঢুকে চালানো হল ভাঙচুর, ভাঙা হল ভিজিটর্স গেটের কাচ।
West Bengal News Live: বঙ্গে বোসের ২ বছর পূর্তি, নিজের মূর্তির উন্মোচন রাজ্যপালের
বঙ্গে বোসের ২ বছর পূর্তি, নিজের মূর্তির উন্মোচন রাজ্যপালের। রাজ্যপালকে মূর্তি উপহার জাদুঘর কর্তৃপক্ষের। রাজভবনে নিজের মূর্তির উন্মোচন করলেন সিভি আনন্দ বোস। মূর্তি উন্মোচন নিয়ে রাজ্যপালকে কটাক্ষ ব্রাত্য বসুর।
WB News Live: বাড়ির সামনে থেকে নিখোঁজ ৪ বছরের শিশু
বলাগড়ের গুপ্তিপাড়া থেকে নিখোঁজ শিশু। বাড়ির সামনে থেকে নিখোঁজ ৪ বছরের শিশু। ড্রোন উড়িয়ে স্নিফার ডগ নিয়ে তল্লাশি পুলিশের। ৬০ জনের বিশেষ দল গঠন করে তল্লাশি পুলিশের। অপহরণের মামলা রুজু করে তদন্তে বলাগড় থানার পুলিশ।
West Bengal By Election 2024: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ। রঘুনাথগঞ্জের সেকেন্দ্রায় শাসক দ্বন্দ্বে বোমাবাজির অভিযোগ। এলাকা দখল নিয়ে শাসক দলের ২ গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজির অভিযোগ। তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের আরেক সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ।
WB News Live: কসবাকাণ্ডের মূল অপারেটর মহম্মদ ফুলবাবু, কোর্টে দাবি সুশান্ত ঘোষের আইনজীবীর
কসবাকাণ্ডের মূল অপারেটর মহম্মদ ফুলবাবু, কোর্টে দাবি সুশান্ত ঘোষের আইনজীবীর। বিহারের দুষ্কৃতীদের কলকাতায় আনা থেকে তাদের থাকার ব্যবস্থা, সবটাই অপারেট করছিল ফুলবাবু। ফুলবাবুই ধৃত যুবরাজ সিংহকে পাঠিয়েছিলেন হামলার জন্য়। ঘটনার পর বাকি অভিযুক্তরা এখনও বিহারে গা ঢাকা দিয়ে রয়েছে। বাকিদের খোঁজ পেতে ফুলবাবুকে পুলিশের হেফাজতে রাখা প্রয়োজন। আলিপুর কোর্টে সওয়াল তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের আইনজীবীর। ৩ ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে মহম্মদ ফুলবাবু।