WB Board Exam: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বাতিলেই সিলমোহর রাজ্যের, কীভাবে মূল্যায়ন জানানো হবে শীঘ্রই
জাতির উদ্দেশে ভাষণে আজ গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানে তিনি বলেছেন, ২১ জুন সোমবার থেকে ১৮ ঊর্ধ্বদের সকলকে বিনামূল্যে ভ্যাকসিন। কেন্দ্র ভ্যাকসিন কিনে রাজ্য সরকারগুলিকে দেবে। দরিদ্র, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। তবে যে ব্যক্তি ফ্রি ভ্যাকসিন নিতে চান না, তাঁদের জন্য আলদা ভাবনা। এপ্রসঙ্গে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী কটাক্ষ করে বলেন, "সব কথায় ঘুরিয়ে ফিরিয়ে নিজের কৃতিত্বকেই প্রাধান্য দেন মোদিজি।" এদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Bandyopadhyay) বাড়িতে পৌঁছেছেন। গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখা করেন দলের বর্ষীয়ান নেতা সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে। বেশ কিছুক্ষণ তাঁদের সঙ্গে কথা বলেন। আজ সন্ধে ৭টা নাগাদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছেছেন অভিষেক। পাশাপাশি এবছর হচ্ছে না মাধ্যমিক (Madhyamik) এবং উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষা। কীভাবে মূল্যায়ন, তা সাতদিনের মধ্যে জানানো হবে, জানালেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।