WB Election 2021: জঙ্গিপুর ও সামশেরগঞ্জে পিছিয়ে গেল নির্বাচন, জানানো হল নতুন দিন
জঙ্গিপুর ও সামশেরগঞ্জের নির্বাচন পিছিয়ে গেল। ১৬ মে ভোটগ্রহণ হবে জঙ্গিপুর ও সামশেরগঞ্জে। করোনা পরিস্থিতির জন্য নির্বাচন পিছনোর সিদ্ধান্ত, জানাল নির্বাচন কমিশন। জঙ্গিপুর ও সামশেরগঞ্জ এই দুই কেন্দ্রের প্রার্থীদের করোনায় মৃত্যু হয়। যার জেরে নির্ধারিত নির্বাচনের দিনে ভোটগ্রহণ হয়নি সেই দুই কেন্দ্রে। পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল ১৩ মে এই দুই কেন্দ্রে ভোটগ্রহণ হবে। কিন্তু করোনা পরিস্থিতির কথা পর্যালোচনা করে তা পিছিয়ে ১৬ মে করা হল।
গরু পাচারকাণ্ডে আজ সিবিআই (CBI) দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের (Vinay Mishra)। আজই শেষ হচ্ছে বিনয় মিশ্রের আইনি রক্ষাকবচের মেয়াদ। কিন্তু হাজিরা না দিয়ে সিবিআই দফতরে ই-মেল পাঠালেন তাঁর আইনজীবী। সেখানে বলা হয়েছে, চিকিৎসকের পরামর্শ মেনে বিনয় মিশ্র করোনা আবহে বাড়ি থেকে বের হতে পারছেন না। তিনি আইসোলেশনে রয়েছেন। তাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানানো হয়েছে। কিন্তু সিবিআই-এর তরফে পাল্টা ই-মেল করে জানিয়ে দেওয়া হয়েছে যে, সিবিআই দফতরেই তাঁকে হাজিরা দিতে হবে। হাইকোর্ট তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। তাই ভিডিও কনফারেন্সে জিজ্ঞাসাবাদ করা হবে না।
কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে অভিযোগ। অভিযোগ দায়ের করলেন কলকাতা হাইকোর্টের এক আইনজীবী। অভিযোগে আইনজীবী সুমিত চৌধুরী জানিয়েছেন, 'বাঙালি ও বাংলার বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছেন কঙ্গনা। বিজেপির পক্ষ নিয়ে কথা বলতে গিয়ে অশান্তি ছড়াতে চাইছেন কঙ্গনা। বাংলার আইনশৃঙ্খলার ভারসাম্য নষ্ট করতে চাইছেন অভিনেত্রী। এনআরসি ও সিএএ-র সমর্থনে কথা বলে অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন তিনি।'