Aaj Banglay: অভিষেক সভাস্থল ছাড়তেই কোচবিহারে তৃণমূলের নবজোয়ারের 'ব্যালট' লুঠ
অভিষেক সভাস্থল ছাড়তেই কোচবিহারে তৃণমূলের নবজোয়ারের 'ব্যালট' লুঠ! অভিষেকের যেতেই প্রার্থী বাছাইয়ের গোপন ব্যালট লুঠ করলেন তৃণমূলকর্মীরাই। সাহেবগঞ্জ, গোসানিমারিতে তৃণমূলের গোপন ব্যালট লুঠ, কাল সকাল থেকে 'পুনর্নির্বাচন'। কাল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত 'পুনর্নির্বাচনের' সিদ্ধান্ত তৃণমূলের। গোসাইমারির সভায় তৃণমূলের সঙ্গেই তৃণমূলের সংঘর্ষ, সাহেবগঞ্জে ভাঙল ব্যালট বক্স। প্রার্থী নির্বাচনে ভোট লুঠের অভিযোগ খোদ তৃণমূলকর্মীদেরই। কিছু অতিউৎসাহী ঘটিয়েছে, কাল ফের 'পুনর্নির্বাচন', ঘোষণা অভিষেকের। 'কিছু অতিউৎসাহী ব্যালট বাক্স ভেঙে দিয়েছে, আবার মতামত নেওয়া হবে। যদি কেউ ভাবে গায়ের জোর দেখাব, পাহারাদারের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারা করেছে, আমি জানি, ২ ঘণ্টাতেই ভোট প্রক্রিয়া শেষ হয়ে যেত।
সমস্ত শো
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)