এক্সপ্লোর
আজ বাংলায়: KMC-র ভোট কবে, সাত দিনের মধ্যে জানতে চাইল Supreme Court
গোষ্ঠীদ্বন্দ্বে বোমাবাজি। হাত উড়ল TMC কর্মীর। বিজেপির উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার Siliguri-তে। পুলিশের লাঠির ঘায়ে এক কর্মীর মৃত্যু হয়েছে। এমনটাই দাবি বিজেপির। কোনও গুলি বা লাঠিচার্জ হয়নি। পাল্টা জানালো পুলিশ। স্বাস্থ্যসাথীর সুবিধা নিয়ে অন্য দলে গেলে টাকা বাজেয়াপ্ত। স্বাস্থ্যসাথী নিয়ে ভাঙড়ে TMC নেতার হুঁশিয়ারি। অন্য দলে গেলে কাজের টাকা বাজেয়াপ্ত করার ক্ষমতা আছে। হাতে স্বাস্থ্যসাথীর কার্ড এবং অন্য দলের ঝাণ্ডা, সরকারি সুবিধা নিয়ে অন্য দলে। বরদাস্ত করবে না TMC। সরাসরি হুঁশিয়ারি তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের। কাঠগড়ায় ভোগালীর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান। এই হুঁশিয়ারিকে একযোগে বিঁধেছে BJP-LEFT। সাত দিনের মধ্যে কলকাতা পুরসভার ভোট নিয়ে জানাতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে রাজ্য সরকারকে, জানালো Supreme Court। এদিন শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ বলেছে, 'আগামী ৭ দিনের মধ্যে রাজ্য নির্বাচন কমিশনকে জানাতে হবে, এ রাজ্যের পুরভোট তারা কবে করাতে চান। কিংবা এখনও পর্যন্ত তারা ঠিক কী সিদ্ধান্ত নিয়েছেন।' জানা গিয়েছে, আগামী ১৮ তারিখ আদালতের শীতকালীন ছুটি পড়বে। ১৭ তারিখ মামালার দিন ধার্য করে দিল আদালত। দিনক্ষণ ঠিক না করলে আদালত থেকেই স্বাধীন প্রশাসক নিয়োগ। এদিন জানিয়েছে শীর্ষ আদালত।






























