আজ বাংলায়: করোনা আক্রান্ত BJP রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রয়েছে জ্বর-সর্দির মতো উপসর্গ | Bangla News
করোনা (Corona) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিজেপির রাজ্য সভাপতি। ঢাকুরিয়া আমরি-র (AMRI) আইসোলেশন কেবিনে রাখা হয়েছে সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar)। তাঁর সামান্য জ্বর ও সর্দির মতো উপসর্গ রয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, তাঁর নমুনা আরটিপিসিআর পরীক্ষার (RTPCR Test) জন্য পাঠানো হয়েছে। বিজেপি নেতার শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে।
রাজ্যজুড়ে ভয়াবহ করোনা সংক্রমণ। শীর্ষে কলকাতা (Kolkata)। নাগরিকদের সচেতন করতে এবার পথে নামল পুজো কমিটি। রবিবার মাস্ক বিলির পাশাপাশি মাইকে প্রচার চালানো হয় শোভাবাজারের জগৎ মুখার্জি পার্ক পুজো কমিটির পক্ষ থেকে।
এদিকে, ভোটমুখী পাঁচ রাজ্যে টিকার সার্টিফিকেটে থাকবে না প্রধানমন্ত্রীর (Narendra Modi) ছবি। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এই পদক্ষেপ। কোউইন অ্যাপে জরুরি পরিবর্তন করেছে কেন্দ্রীয় সরকার। সার্টিফিকেট ডাউনলোড করলে সেখানে থাকবে না নরেন্দ্র মোদির ছবি। গতকালই পাঁচ রাজ্যের নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে নির্বাচন কমিশন।