আজ বাংলায়: তৃণমূল থেকে আসা নেতাকে প্রার্থী করার সম্ভাবনা, বিক্ষোভ বিজেপি কর্মীদের
তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতাকে প্রার্থী করার সম্ভাবনা। হুগলির পোলবায় পথে নেমে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী সমর্থকরা। যা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির। অন্যদিকে বিজেপি কর্মীর বিক্ষোভ পৌঁছে গেল আত্মহত্যার চেষ্টায়। ত্রিবেণী এলাকার বিজেপি নেতা নিরুপম মুখোপাধ্যায় রেললাইনে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁর অভিযোগ, সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) বিজেপি নেতৃত্ব-বিজেপি কর্মীদের কথা না শুনে দেবব্রত বিশ্বাসকে সপ্তগ্রামের প্রার্থী করতে চাইছেন। যিনি গতকাল বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁর দাবি, দেবব্রত বিশ্বাসের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। কলকাতা পুরসভার দূষিত জল খেয়ে দুই জনের মৃত্যুর অভিযোগ। আলিপুরে মহিলা জেলে বন্দী পামেলা গোস্বামীও অসুস্থ। ভবানীপুরে দূষিত জল খেয়ে মৃত্যুর অভিযোগ।






























