আজ বাংলায়: ঝালদা পুরসভার জয়ী কংগ্রেস প্রার্থী তপন কান্দু খুন, প্রতিবাদে মঙ্গলবার ১২ ঘণ্টা পুরুলিয়া বনধের ডাক | Bangla News
পুরুলিয়ার ঝালদা (Jhalda) পুরসভার জয়ী কংগ্রেস প্রার্থী তপন কান্দু খুন। ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের জয়ী কংগ্রেস (Congress) প্রার্থী খুন। গুলি করে খুন কংগ্রেসের জয়ী প্রার্থীকে। এখনও ঝালদা পুরসভা ত্রিশঙ্কু। ঝালদার ১২টি মধ্যে ৫ ওয়ার্ডে জেতে তৃণমূল। কংগ্রেস জেতে ৫টি ওয়ার্ডে, দুটিতে জেতে নির্দল। নির্বাচনের পরে তৃণমূলে যোগ দেয় ১ নির্দল প্রার্থী। এর জেরে মঙ্গলবার ১২ ঘণ্টা পুরুলিয়া বনধের ডাক।
এপ্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, "ঝালদায় কংগ্রেসের বোর্ড গঠনের সম্ভাবনা প্রবল হয়ে গেল বলে সেই সম্ভাবনাকে খারিজ করে দেওয়ার জন্য তৃণমূল আশ্রিত গুণ্ডারা তপন কান্ডুকে হত্যা করল।"
অন্যদিকে, উত্তর ২৪ পরগনার পানিহাটিতে (Panihati) গুলি করে হত্যা তৃণমূল কাউন্সিলরকে। পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্ত। ভর সন্ধেয় আগরপাড়া নর্থ স্টেশন রোডের মতো জনবহুল জায়গায় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালানো হয়। অভিযোগ, দুজন দুষ্কৃতী খুব কাছ থেকে গুলি চালায়। মৃত কাউন্সিলরের অনুগামীদের একটাই দাবি, দোষীদের শাস্তি চাই।