Debanjan Deb: টি-বোর্ড তৈরি করে দায়িত্ব দেওয়ার টোপ, শিলিগুড়িতে ৩ লক্ষ টাকার প্রতারণা দেবাঞ্জনের
কসবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে (Fake Vaccine) তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য। শুধু কলকাতাতেই নয়, ভুয়ো আইএএস (fake IAS) দেবাঞ্জন দেবের (Debanjan Deb) প্রতারণার জাল ছড়িয়ে ছিল শিলিগুড়িতেও। জানা গেছে, শিলিগুড়ির (Siliguri) বাসিন্দা সৌভিক মজুমদারের দাবি, ২০১৭ সালের ডিসেম্বরের কলকাতার একটি অনুষ্ঠানে দেবাঞ্জন দেবের সঙ্গে তাঁর আলাপ হয়। নিজেকে আইএএস পরিচয় দিয়ে শিলিগুড়ি গিয়েছিল দেবাঞ্জন। সৌভিককে দু’টি গান লিখে দেওয়ার প্রস্তাব দেয় দেবাঞ্জন। তার সঙ্গে সৌভিক গিয়েছিলেন কালিম্পঙের একটি ট্যুরিস্ট লজে যান। অভিযোগ, সেখানেই চা-বাগানের সমস্যা নিয়ে টি-বোর্ডের ধাঁচে আলাদা পর্ষদ গড়া এবং তার দায়িত্ব সৌভিক মজুমদারকে দেওয়া হবে বলে আশ্বাস দেয় দেবাঞ্জন। এই ঘনিষ্ঠতার সূত্র ধরেই সৌভিকের কাছে ৩ লক্ষ টাকা চায় দেবাঞ্জন। সেই টাকা দিয়েও দেন সৌভিক। প্রায় ১ লক্ষ টাকা শোধ করা হলেও বাকি টাকা ফেরত পাননি বলে জানিয়েছেন সৌভিক। তিনি জানিয়েছেন, কলকাতার মাদুরদহে দেবাঞ্জনের বাড়িতেও গিয়েছিলেন তিনি।