এক ডজন গল্প: বোমাবাজিতে আহত মন্ত্রী জাকির হোসেন
শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও বিজেপির (BJP) মিছিলে ইটবৃষ্টির অভিযোগ উঠেছে। কাঁকুড়গাছিতে সভা ছিল শুভেন্দু অধিকারীর। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ডে বিজেপির দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। বিজেপি অফিসে বোমাবাজির অভিযোগও উঠেছে। সভা শেষে হেমচন্দ্র নস্কর রোডে ডিসির অফিসে আসছিলেন শুভেন্দু। সেই সময় শুভেন্দু অধিকারী ও বিজেপির মিছিলে হামলার অভিযোগ। পাল্টা পরেশ পালের নেতৃত্বে ডিসির অফিসের সামনে বিক্ষোভ তৃণমূলের। ‘কাল একটি অনুষ্ঠানের আয়োজন করছিল তৃণমূল’। সেইখানে হামলা চালায় বিজেপি, দাবি শাসক দলের। বিজেপির হামলার আহত কয়েকজন তৃণমূল কর্মী, পাল্টা শাসকদল। অন্যদিকে, নিমতিতা স্টেশনে যাওয়ার সময় বোমাবাজিতে আহত মন্ত্রী জাকির হোসেন। দুই প্লাটফর্মে জাকির হোসেনকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে এমনই অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাঁকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জাকির হোসেনের সঙ্গী সহ অনেকেই।
সমস্ত শো
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)