Ananda Live : 'রাজ্যের টাকা ফেরাতে হবে, নাহলে গদি ছাড়তে হবে', ১০০ দিনের টাকা নিয়ে ফের সরব মমতা
রাজ্যের টাকা ফেরাতে হবে, নাহলে গদি ছাড়তে হবে। ১০০ দিনের টাকা নিয়ে বঞ্চনার অভিযোগে, ফের মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। চুরি করার জন্য কি টাকা দেবে কেন্দ্র? পাল্টা প্রশ্ন তুলে কটাক্ষ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী।
দিল্লিতে রাউস অ্যাভিনিউতে ইডি একটা চার্জশিট দিয়েছে। তাতে যা লেখা আছে, আগামীকাল প্রকাশ করব। কেউ বলেছিল যে একটা টাকাও নিয়ে থাকলে গলায় দড়ি দেব। কালকের পর হিসাব হবে। কয়লা পাচারকাণ্ডে আজ এই ভাষাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আসানসোল উপনির্বাচনের আগে ‘পিয়ারলেস’ হোটেলে কোন কোল মাফিয়ার সঙ্গে দেখা করেছিলেন? এই নিয়ে আমার বিরুদ্ধে মামলা করুন শুভেন্দু অধিকারী।
সমস্ত শো
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)