Ananda Sakal II: আগামী মাসেই কলকাতায় জোড়া Vaccine-এর তৃতীয় পর্যায়ের ট্রায়াল ও অন্য খবর
প্রিয় শীতই এবার হয়ে উঠতে পারে আতঙ্কের। শীত (WInter) বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে করোনার (Coronavirus) সংক্রমণ। উদ্বেগ বাড়িয়ে দাবি করলেন চিকিৎসকরা। এই অবস্থায় করোনা বিধি মেনে চলা ছাড়া উপায় নেই, বলছেন বিশেষজ্ঞরা। সংক্রমণ বেড়ে যাওয়ায় উত্তরপ্রদেশ, পঞ্জাব ও হিমাচলপ্রদেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্র। ফ্রান্স, ইংল্যান্ড, ডেনমার্ক, হাঙ্গেরির মতো দেশগুলোতে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে সংক্রমণের দ্বিতীয় ঢেউ। আগামী মাসেই কলকাতায় শুরু হচ্ছে জোড়া ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল। নাইসেডে কো-ভ্যাকসিন এবং স্কুল অফ ট্রপিক্যালে কোভো ভ্যাক্সের ট্রায়াল হবে। জোড়া ভ্যাকসিনের মধ্যে প্রথমটি হল, পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি বা NIV এবং ভারত বায়োটেকের (Bharat Biotech) যৌথ উদ্যোগে তৈরি কো-ভ্যাকসিন। এটির তৃতীয় পর্যায়ের ট্রায়ালের দায়িত্ব পেয়েছে কলকাতার নাইসেড। এক হাজার স্বেচ্ছাসেবককে পরীক্ষামূলকভাবে এই ভ্যাকসিন দেওয়া হবে।