Ananda Sakal II: নদীতে ভাসছে করোনা আক্রান্তদের মৃতদেহ, বিহার-উত্তর প্রদেশের ছবি ঘিরে বাড়ছে উদ্বেগ
যমুনায় (River Yamuna) ভাসছে একের পর এক অর্ধদগ্ধ মৃতদেহ। গঙ্গার পাড়ে মৃতদেহের স্তুপ। অ্যাম্বুল্যান্স থেকে দেহ নামিয়ে সৎকার নয়, ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে নদীতে। হাড় হিম করা, লজ্জাজনক এই ছবি বিহার (Bihar) ও উত্তরপ্রদেশের (Uttar Pradesh)। উত্তরপ্রদেশের হামিরপুরে গত কয়েকদিন যমুনায় ভেসে উঠেছে একের পর এক লাশ। একই ছবি বিহারের কাটিহার ও বক্সারে। প্রশ্নের মুখে যোগী ও নীতীশ-বিজেপি সরকার। এদিকে ইভটিজিংয়ের ঘটনাকে ঘিরে দুই দল যুবকের সংঘর্ষ। ঘটনায় মৃত্যু ১ যুবকের। স্থানীয় সূত্রে খবর, শিবপুরে গতকাল সন্ধ্যায় ইভটিজিংয়ের ঘটনা ঘটে। সেই সময় অভিযুক্তদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এক যুবক। হাতাহাতি শুরু হয়। পরে অভিযুক্তরা ফিরে যায়। রাত ১১টা নাগাদ ফের গণ্ডগোল শুরু হয়। সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ভাঙচুর চালানো হয় বেশ কয়েকটি দোকানে। এক যুবককে বেধড়ক মারধর করা হয়। হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনাস্থলে শিবপুর থানার পুলিশ।