এক্সপ্লোর
Advertisement
Ananda Sakal II: নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর সভাকে কটাক্ষ দিলীপ ঘোষের, মধ্যবিত্তের কপালে ভাঁজ ফেলে মহার্য্য পেট্রোল-ডিজেল
"আমরা আগেই নন্দীগ্রামে সভা করেছিলাম। উনি যাননি। তবে উনি যেতেই পারেন। যান, দেখে আসুন কোথায় দাঁড়িয়ে নন্দীগ্রাম। এখন দিদিমণির দায়িত্ব বিজেপির সভার সমান সমান করা", আজ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভা নিয়ে এভাবেই কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দলবদলের পর, এই প্রথম নন্দীগ্রামে সভা করবেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর একের পর এক আক্রমণের জবাবে আজ কী বলবেন মুখ্যমন্ত্রী, তাই এখন দেখার। বেলা সাড়ে ১২টায় প্রশাসনিক বৈঠক করবেন তিনি। দুপুর ১টায় করবেন জনসভা।
অন্যদিকে ক্রমশ বেড়ে চলেছে জ্বালানির দাম। গতকালের তুলনায় আজ পেট্রল ও ডিজেলের দাম বাড়ল যথাক্রমে ২৪ পয়সা ও ২৫ পয়সা। সোমবার কলকাতায় এক লিটার পেট্রলের দাম ৮৬.৩৯ টাকা। ডিজেলের দাম লিটারপ্রতি ৭৮.৭২ টাকা। যদিও পেট্রলের থেকে ডিজেলের দাম বৃদ্ধির বেশি হার মধ্যবিত্তের কপালে ভাঁজ ফেলছে।
অন্যদিকে ক্রমশ বেড়ে চলেছে জ্বালানির দাম। গতকালের তুলনায় আজ পেট্রল ও ডিজেলের দাম বাড়ল যথাক্রমে ২৪ পয়সা ও ২৫ পয়সা। সোমবার কলকাতায় এক লিটার পেট্রলের দাম ৮৬.৩৯ টাকা। ডিজেলের দাম লিটারপ্রতি ৭৮.৭২ টাকা। যদিও পেট্রলের থেকে ডিজেলের দাম বৃদ্ধির বেশি হার মধ্যবিত্তের কপালে ভাঁজ ফেলছে।
Tags :
Ananda Sakal Petrol Price Nandigram WB Polls 2021 With ABP Ananda WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP Congress West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda WB Polls Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Election Suvendu Adhikari Bengal Election 2021 Bengal Elections Mamata Banerjee Dilip Ghoshসমস্ত শো
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement