Ananda Sakal II: হাওড়ার Ramkrishnapur Ghat-এ লাগানো হয়েছে মাইক, নিয়ম মেনেই শুরু Chhath Puja-র প্রস্তুতি
জাতীয় পরিবেশ আদালতের রায়ই বহাল। Rabindra Sarovar-এ করা যাবে না Chhath Puja। KMDA-র আবেদনের মামলায় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রবীন্দ্র সরোবর। গেটে ঝুলছে তালা। এছাড়াও, বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে ঘিরে দেওয়া হয়েছে গেটগুলি। বিভিন্ন গেটে পুলিশ মোতায়েন করা হয়েছে। রয়েছেন অ্যাসিন্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা। সরোবরে প্রাতর্ভ্রমণকারীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তাঁরা প্রশাসনিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে Subhas Sarovar-ইয়েও কড়া নিরাপত্তা। "গতবার নিয়ম ভাঙলেও, এবার তা করা যাবে না।" নিরাপত্তার আয়োজন দেখে মন্তব্য জনৈক ছট পুণ্যার্থীর। পাশাপাশি প্রাতর্ভ্রমণকারীদের প্রতিক্রিয়া, “এই সিদ্ধান্তে আমরা খুব খুশি, লেকটা তো বেঁচে যাবে।“ অন্যদিকে হাওড়ার শিবপুরে রামকৃষ্ণপুর ঘাটে লাগানো হয়েছে মাইক, চলছে জোরদার প্রস্তুতি।