আনন্দ সকাল (২): পাখির নজর একুশে! রাজ্যে আসছেন অমিত শাহ, কীভাবে সাজাচ্ছেন বঙ্গজয়ের ঘুঁটি?
অমিত শাহর বঙ্গসফর দিয়েই শুরু হয়ে যাচ্ছে একুশের ব্লুপ্রিন্ট তৈরির কাজ। বৃহস্পতিবার জঙ্গলমহলের জেলা বাঁকুড়ায় সাংগঠনিক বৈঠক করবেন অমিত শাহ। একদিন তিনি খাবেন আদিবাসী পরিবারের বাড়িতে, আরেকদিন উদ্বাস্তু পরিবারের বাড়িতে। এনিয়ে তৃণমূল-বিজেপির মধ্যে শুরু হয়েছে তরজা। বিধানসভা ভোটের আগে বঙ্গের বিদ্বজ্জনদের কাছে কি পৌঁছতে চাইছে বিজেপি? শুক্রবার পণ্ডিত অজয় চক্রবর্তীর সঙ্গে দেখা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যা নিয়ে তৃণমূলের গলায় শোনা গেছে কটাক্ষের সুর। পণ্ডিত অজয় চক্রবর্তী অবশ্য জানিয়েছেন, তিনি সঙ্গীতজগতের মানুষ এবং তা নিয়েই থাকতে চান।
অন্যদিকে আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচনের আগে এখন সকলেই তাকিয়ে বিহারের বিধানসভা নির্বাচনের দিকে। কারণ বিজেপির অবস্থান নিয়ে বিহারের নির্বাচনের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব পড়বে বাংলায়, এমনটাই মনে করা হচ্ছে।
অন্যদিকে বিহারের তৃতীয় দফার ভোটের প্রচারে মঙ্গলবার রাতে বাগডোগরায় নরেন্দ্র মোদি। আধঘণ্টা থাকলেন বিমানবন্দরে। বিহারে ভোটের প্রচার শেষে একদিনের জন্য শিলিগুড়িতে রাহুল গাঁধী। আজ ফের তৃতীয় দফায় ভোটের প্রচারে যাবেন বিহারে।