Ananda Sakal III: নারীশক্তির জয়জয়কার, নবান্নে মমতাকে নিয়ে মহিলা মন্ত্রীর সংখ্যা দাঁড়াল ৯
করোনাকালে (Corona) আরও এক ভয়ঙ্কর দিনের মুখোমুখি হল বাংলা (West Bengal)। একদিনে রেকর্ড ১৩৪ জনের মৃত্যু হল। এরই সঙ্গে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ পেরিয়ে গেল। দেশ থেকে রাজ্য, ভয়ঙ্কর করোনা পরিস্থিতি। মৃত্যু মিছিল। এই পরিস্থিতিতে একদিনে রেকর্ড প্রাণহানি ঘটল বাংলায়। একদিনে মৃত্যু হল ১৩৪ জনের। এর আগে কোনওদিন রাজ্যে একসঙ্গে এতজনের মৃত্যু হয়নি। এই নিয়ে লাগাতার ৭ দিন ধরে ১০০-রও বেশি মৃত্যু হচ্ছে বাংলায়। এদিকে করোনা (Corona) আবহে ওষুধের আকাল। চিকিৎসকরা হোম আইসোলেশনে (Home Isolation) থাকা করোনা আক্রান্তদের যে ওষুধ খেতে বলছেন, তাও মিলছে না বাজারে। চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন আক্রান্তের পরিজনরা। চিন্তায় চিকিৎসকরাও। শারীরিক অবস্থা খুব খারাপ না হলে করোনা আক্রান্তদের হোম আইসোলেশনেই থাকার পরামর্শ দিচ্ছে সরকার। কিন্তু বাড়িতে থাকতে গেলে প্রাথমিকভাবে যে ওষুধগুলি প্রয়োজন, অভিযোগ বহু জায়গায় তা মিলছে না। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্ত্রিসভায় ৮ জন মহিলা মুখ। তাঁদের মধ্যে চারজনই প্রথমবারের জন্য মন্ত্রী। জঙ্গলমহলের তিন জেলা বাঁকুড়া (Bankura), পুরুলিয়া (Purulia) ও ঝাড়গ্রামে (Jhargram) তিন মহিলা বিধায়ককে (MLA) মন্ত্রিসভায় আনলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মহিলা ভোটারদের অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। যেন তারই প্রতিফলন দেখা গেল রাজ্য মন্ত্রিসভায়।