Ananda Sakal III: 'ওরা এখন খেলছে খেলে নিক, পরে আমি খেলব', বীরভূমে বিজেপির রথযাত্রা প্রসঙ্গে হুঁশিয়ারি অনুব্রতর
আজ থেকে চারদিন বীরভূম জেলা জুড়ে ঘুরবে বিজেপির (BJP) রথ। অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) গড়ে গড়াবে বিজেপির রথের চাকা। তারাপীঠ (Tarapith Temple) মন্দিরে পুজো দিয়ে চিলার মাঠে জনসভা করবেন জেপি নাড্ডা। এই নিয়ে চলতি মাসে দ্বিতীয় দিন রাজ্যে আসছেন জেপি নাড্ডা (JP Nadda)। নাড্ডার কর্মসূচি ঘিরে বীরভূম জুড়ে কড়া নিরাপত্তা। তবে কেন্দ্রীয় বিজেপি নেতারা বাংলা কতটুকু চেনেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিকে আজ ভারত-ইংল্যান্ড টেস্ট ম্যাচের শেষ দিনে ব্যাট করবে ভারত। গতকাল ভারতের স্কোরবোর্ডে ছিল ৩৯/১। আজ জয়ের জন্য দরকার ৩৮৫ রান। হাতে আছে ৯ উইকেট। ক্রিকেট বিশেষজ্ঞ সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের(Sambaran Banerjee) মতে, ম্যাচের তিনটে পরিণতিই সম্ভব। ভারতের জেতার আশা রাখছেন তিনি। এর জন্য তাঁর বাজি ভারতীয় দলের উইকেটরক্ষক ঋষভ পন্থ(Rishabh Panth)। ঋষভের একটা হারিকেন ইনিংসই ভারতের দিকে ঘুরিয়ে দিতে পারে ম্যাচের ভাগ্য। তবে খেলার প্রথম একঘন্টাতেই বোঝা যাবে, কোন দিকে গড়াচ্ছে খেলা। ভারতকে ধরে রাখতে হবে উইকেট। আর সেই কাজে বড় ভরসা চেতেশ্বর পুজারা(Cheteshwar Pujara)।