Ananda Sakal III: কুমারী পুজো থেকে ধুনো পোড়া, দেখুন জগদ্ধাত্রী পুজোর নবমী পুজোর ঝলক
আজ জগদ্ধাত্রী পুজোর নবমী (Nabami)। শুরু হয়ে গেছে নবমীর পুজো। শুরু অঞ্জলি। চলছে আরতির প্রক্রিয়া। চন্দননগরের বিভিন্ন মণ্ডপে হচ্ছে কুমারী পুজো, ধুনো পোড়া-র মতো বিভিন্ন প্রক্রিয়ার প্রস্তুতি। পাশাপাশি Belur Math-র সারদা পীঠে হচ্ছে জগদ্ধাত্রী পুজো। করোনাবিধি মেনেই হচ্ছে পুজো। আজ তিন প্রহরের পুজো হচ্ছে বিভিন্ন জায়গায়। বিভিন্ন জায়গায় সাড়ম্বরে হচ্ছে জগদ্ধাত্রী মায়ের আরাধনা। পাশাপাশি পুজো হচ্ছে কৃষ্ণনগরেও। অন্যদিকে বৈশাখী নন, বিজেপির বিজয়া সম্মেলনীতে আমন্ত্রিত Sovan Chatterjee। ক্ষোভে অনুষ্ঠান বয়কট কলকাতার প্রাক্তন মেয়রের। বৈশাখী ফোন তোলেননি, দাবি দিলীপ ঘোষের। ফোন আসেনি, পাল্টা বৈশাখী। মমতা ছাড়া কার দৌড় কতটা জানি, কটাক্ষ Partha Chatterjee-র। রাতে Dilip Ghosh-এর সঙ্গে বৈশাখীর কথা হয়েছে বলে Sovan Chatterjee-র ঘনিষ্ঠসূত্রে খবর।






























