এক্সপ্লোর
আজও থিকথিকে ভিড় নিয়েই ছুটল লোকাল ট্রেন, ভিতরে করোনা বিধিকে বুড়ো আঙুল, সঙ্গে অন্য খবর
আজ করোনা আবহে লোকাল ট্রেন চালু হওয়ার দ্বিতীয় দিন। আজও বিভিন্ন স্টেশনে চোখে পড়েছে চেনা ভিড়। দেখা যায়নি সামাজিক দূরত্ব মানার ছবি। অফিস টাইমে চোখে পড়েছে সেই বাদুড়ঝোলা ভিড়। হাওড়া স্টেশনে চলছে মাইকিং। অন্যদিকে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র থেকে বিহার -- একের পর এক রাজ্যে সংখ্যালঘু ভোটে ভাগ বসানোর পর এবার বাংলায় আসতে চলেছে আসাদউদ্দিন ওয়েইসির দল মিম। নজরে বিধানসভা ভোট। পশ্চিমবঙ্গে প্রায় ৩০ শতাংশ সংখ্যালঘু ভোট। ২০১১ থেকে এই ভোটব্যাঙ্ক কার্যত পুরোটাই তৃণমূলের দিকে। কিন্তু ২০১৯ সালের লোকসভা ভোটে সেই ছবি কিছুটা হলেও পাল্টেছে। যদিও তৃণমূলের স্পষ্ট বক্তব্য, মিম এখানে এসে সুবিধা করতে পারবে না।






























