আনন্দ সকাল (৩): ‘বিমল গুরুঙ্গ ক্লোজড চ্যাপ্টার’, মমতার সঙ্গে বৈঠকের পর জানালেন বিনয়
একদিকে তিন বছরের অজ্ঞাতবাস কাটিয়ে পঞ্চমীর সন্ধ্যায় আত্মপ্রকাশ এবং মোদি অমিত শাহের সঙ্গ ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানানো বিমল গুরুঙ্গ। অন্যদিকে, বিমল গুরুঙ্গের সঙ্গে কোনওভাবেই সমঝোতায় যেতে নারাজ বর্তমানে জিটিএ-র ক্ষমতায় থাকা বিনয় তামাঙ্গ ও অনীত থাপা গোষ্ঠী। পরস্পর বিরোধী এই অবস্থানের মধ্যেই মঙ্গলবার নবান্নে ছিল মুখ্যমন্ত্রীর পাহাড়-বৈঠক। বৈঠকে থেকে দু’পক্ষের মধ্যে কোনও সমঝোতার সমীকরণ বের করার চেষ্টা হবে কিনা, এই প্রশ্নে তুঙ্গে উঠেছিল জল্পনা। কিন্তু তাতে জল ঢেলে দিয়ে বিনয় তামাংয়ের দাবি, বৈঠকে বিমল গুরুংকে নিয়ে কোনও আলোচনাই হয়নি। অন্যদিকে নবান্নে বৈঠকের মাঝেই পাহাড়ে শক্তিপ্রদর্শন বিমলপন্থী ও বিনয়পন্থী মোর্চা সমর্থকদের। দার্জিলিংয়ে মিছিল বিনয় তামাঙ্গ অনুগামীদের। অন্যদিকে মিরিকে বৈঠক করলেন গুরুঙ্গ অনুগামীরা। তাদের আশা নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই পাহাড়ে পা রাখতে পারেন বিমল গুরুঙ্গ। গুরুঙ্গ মানেই অশান্তি, মন্তব্য বিনয়পন্থীদের।
মুর্শিদাবাদের ভগবানগোলায় তরুণের রহস্যমৃত্যু। স্থানীয় সূত্রে দাবি, মৃতের বাবার সঙ্গে প্রতিবেশী মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। অভিযোগ, বাবার ওপর আক্রোশ মেতাতেই তরুণকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে লালগোলা ও ভগবানগোলার বিশাল পুলিশবাহিনী।