Ananda Sakal III: 'প্রতিহিংসার রাজনীতি বন্ধ করব', বিক্ষুব্ধ নেতাদের বৈঠকে বললেন শুভেন্দু, খবর সূত্রের
যাচ্ছেন না দিল্লিতে, অমিত শাহের উপস্থিতিতে শুভেন্দু-সুনীল একসঙ্গে যোগ দেবেন বিজেপিতে। মেদিনীপুরের সভায় দু’জনে একসঙ্গে যোগ দেবেন, খবর সূত্রের। ‘আমরা দুই ভাই, এক সঙ্গে কাজ করব, বাংলায় গণতন্ত্র ও উন্নয়নের জন্য কাজ করব। প্রতিহিংসার রাজনীতি বন্ধ করব’, সুনীল মণ্ডল ও বিক্ষুব্ধ নেতাদের বৈঠকে জানিয়েছেন শুভেন্দু, খবর সূত্রের। অমিতের সভায় বিজেপিতে যোগ দিতে চান জিতেন্দ্র তিওয়ারিও, খবর সূত্রের। অন্যদিকে বীরভূমের লাভপুরে বিজেপি নেত্রীর বাড়ির সামনে বোমাবাজি। বাড়ির সামনে থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি তাজা বোমা। তৃণমূলই হামলা চালিয়েছে বলে বিজেপি নেত্রীর অভিযোগ। তাঁর অভিযোগ, 'দলত্যাগ করে তৃণমূলে যোগ দেওয়ার জন্য তাঁকে চাপ দেওয়া হচ্ছিল।' তার আরও অভিযোগ, 'পুলিশ এসে বোমার দাগ মোছার চেষ্টা করে।' তবে তৃণমূলের দাবি, এই ঘটনার গোটাটাই বিজেপির সাজানো। অন্যদিকে, বাড়িতে নিয়মিত তন্ত্রসাধনা হত, ছেলেকে খুন করে তন্ত্র মতেই দেহ পোড়ানো হয়েছিল। সল্টলেক এজে ব্লকের কঙ্কালকাণ্ডে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। এখনও বাড়ির পিছনে পড়ে রয়েছে পোড়া কাঠের টুকরো।