Ananda Sakal III: 'ভোটের আগে তো মানুষের কাছে যেতে হবে, হেরে গেলে তো আমাকে বলা হবে', ক্ষোভ উগরে দিলেন জিতেন্দ্র
আজ জলপাইগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। বেলা ১২টা নাগাদ জনসভা করবেন বলে জানা যাচ্ছে। গতকাল কোর কমিটির বৈঠকের পর আজকের এই জনসভা। আজকের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন, সেইদিকেই তাকিয়ে আছেন সবাই। এরপর থেকে তিনি যাবেন কোচবিহারে। সেখানে বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে তাঁর। অন্যদিকে আপনি যদি অনুমতি দিতেন, তাহলে আসানসোল পুরসভা কেন্দ্রীয় প্রকল্পের ২০০০ কোটি টাকা নিতে পারত, যা দিয়ে শহরের অনেক গুরুত্বপূর্ণ উন্নয়ন করা যেত। প্রথমে কেন্দ্রীয় প্রকল্পের ২০০০ কোটি টাকা রাজনৈতিক কারণে নিতে না দেওয়ার জন্য নিজের দলের পরিচালিত সরকারের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ, আর তারপর প্রকাশ্যে পদ ছাড়ার হুঁশিয়ারি। পিএম কিষান নিধি, আয়ুষ্মান ভারতের মতো কেন্দ্রের বিভিন্ন প্রকল্প বাংলায় রাজনীতির কারণে কার্যকর করছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এতদিন বিজেপি এই অভিযোগ করত, এখন কার্যত সেই অভিযোগের সুরই শোনা গেল জিতেন্দ্র তিওয়ারির গলায়।






























