সকালের সব গুরুত্বপূর্ণ খবর, আনন্দ সকাল (৩): রাজীবের ক্ষোভ কমাতে ফের বৈঠকের সম্ভাবনা
হুঁশিয়ারি দিয়েছিলেন দু'দিন আগে। এবার সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রকাশ করলেন নামের তালিকা। নিজের ট্যুইটার হ্যান্ডেলে ১৯ জন পুলিশকর্তার নাম প্রকাশ করে Governor Jagdeep Dhankar-এর তোপ, প্রশাসনের পক্ষে এ এক বিপদসঙ্কেত এবং উদ্বেগজনক। অপছন্দের পুলিশকর্তাদের কোণঠাসা করে রাখা হচ্ছে। আর পছন্দের IPS হলেই অবসরের পর তাঁদের ভালো জায়গা দেওয়া হচ্ছে, যাতে তাঁরা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং ক্ষমতা ভোগ করতে পারেন। রাজ্যপালের এই ট্যুইট প্রসঙ্গে তাঁর এক্তিয়ার নিয়ে ফের প্রশ্ন তুলেছে তৃণমূল। অন্যদিকে, Suvendu Adhikari-র রাজনৈতিক অবস্থান নিয়ে ধোঁয়াশার মধ্যেই বনমন্ত্রীর একের পর এক মন্তব্য অস্বস্তি বাড়িয়েছে তৃণমূল নেতৃত্বের। শেষপর্যন্ত Rajib Banerjee-র বাড়তে থাকা ক্ষোভ প্রশমনে পদক্ষেপ শাসকদলের। তৃণমূল মহাসচিবের ডাকে রবিবার ১২টা ১৫ নাগাদ Partha Chatterjee-র নাকতলার বাড়িতে আসেন রাজীব। তার কিছু আগেই চলে আসেন Prashant Kishor। প্রায় দেড় ঘন্টা ধরে বৈঠক হয় তিনজনের মধ্যে। পাশাপাশি পুরুলিয়ায় নিতুড়িয়ায় মোটরবাইক দুর্ঘটনা। ৩ জনের মৃত্যু। ঘটনায় ৩ জন জখম হয়েছেন। রবিবার রাত ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।






























