সকালের সব গুরুত্বপূর্ণ খবর, আনন্দ সকাল (৪): কাগজ পড়ে শোনাতে বললেন বুদ্ধবাবু, বাড়ছে তৃণমূল-বিজেপি তরজার পারদ
Buddhadeb Bhattacharya-র শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। গতকাল রাতেও ভালো ঘুমিয়েছেন তিনি। উডল্যান্ডস হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁকে খবরের কাগজ পড়ে শোনানো হয়েছে। নরম খাবারের পরিবর্তে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ফল ও কিছু শক্ত খাবার দিয়েছেন ডাক্তাররা। পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। তাঁর শরীরের বিভিন্ন মাপকাঠি স্বাভাবিক রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। আজই ছুটি না হলেও আগামীকাল তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে। যদিও বিভিন্ন রিপোর্ট দেখে মেডিক্যাল বোর্ডের সদস্যরা শেষ সিদ্ধান্ত নেবেন। পাশাপাশি দলের সঙ্গে Suvendu Adhikari-র দূরত্ব বাড়ার পর এক এক করে তাঁর ঘনিষ্ঠদের ডানা ছাটার কাজ শুরু হয়েছিল। এবার শুভেন্দু অনুগামী ও জেলা তৃণমূলের সম্পাদক কণিষ্ক পণ্ডাকে দল থেকেই বহিস্কার করল তৃণমূল। দলবিরোধী কাজকর্মের অভিযোগে তাঁকে বহিস্কার করা হয়েছে বলে জানিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী।