মমতাদিকে চলে যেতেই হবে, বাংলায় এবার পদ্ম ফুটবে: নাড্ডা, আরও খববর Ananda Sakal এ
আজ চা চক্র থেকে জেপি নাড্ডা (JP Nadda) তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন। বলেন, "আয়ুষ্মান ভারতের সুবিধা আপনারা পাচ্ছেন কি? মোদির সরকার এলে সবাই এই সুবিধা পাবেন।" পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিশানা করে বলেন, "পিসি আর ভাইপোর গুণ্ডামির খবর সবাই জানে। সবাই মা-মাটি-মানুষকে ধিক্কার দেয়। এবারের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে চলে যেতে হবে।" জেপি নাড্ডার সঙ্গে আজ চা চক্রে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষও।
এদিকে জোকা ঠাকুরপুকুর (Thakurpukur) এলাকায় একই পরিবারের ৩ জনের ঝুলন্ত মৃত দেহ উদ্ধার করল পুলিশ। সকাল থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা খবর দেন পুলিশে। ঠাকুরপুকুর থানার পুলিশ এসে ছাদের পাশের ঘর থেকে উদ্ধার করে বাবা, মা, ছেলের ঝুলন্ত দেহ। আত্মহত্যা নাকি অন্য কিছু, সেই তদন্ত করতেই ঘটনাস্থলে যাচ্ছেন ঠাকুরপুকুর থানার হোমিসাইড ডিপার্টমেন্টের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে এদের মৃত্যু হল, তা জানার জন্যই পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের খোঁজ করছে পুলিশ।