Ananda Sakal: শ্বাসকষ্ট হচ্ছিল, সাহায্য চাইতেও করা হয়নি রেয়াত, নির্যাতিতার বয়ানে চাঞ্চল্য
Ananda Sakal : শ্বাসকষ্ট হচ্ছিল, বারবার হাসপাতালে নিয়ে যাওয়ার অনুরোধ করেছিলেন ছাত্রী, কিন্তু লাভ হয়নি। সম্ভ্রম বাঁচাতে অভিযুক্তদের পা-ও ধরেছিলেন। কিন্তু তাতেও তাঁকে রেয়াত করা হয়নি। যে অভিযোগপত্রের ভিত্তিতে FIR করেছে পুলিশ, সেখানে এমনই নিষ্ঠুরতার অভিযোগ তুলে ধরেছেন ল'কলেজের নির্যাতিতা ছাত্রী। সেখানে তিনি আরও অভিযোগ জানিয়েছেন, বন্ধ করে রাখা হয়েছিল কলেজের মেন গেট। এমনকী হকিস্টিক দিয়ে মারধরেরও চেষ্টা করা হয়েছিল। অন্যদিকে এই ঘটনায় ৩ দিনের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে জাতীয় মহিলা কমিশন।
ছাত্র হিসেবে কলেজে যোগ দেওয়ার পর প্রথমে তৃণমূল ছাত্র পরিষদে যোগদান। সেখান থেকে তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সভাপতি হয়েছিলেন। গণধর্ষণের অভিযোগে ধৃত মনোজিৎ মিশ্রের প্রভাব ছিল অনেক! কলেজের দেওয়ালে বড় বড় করে খোদাই করে লেখা- 'মনোজিৎ দাদা ইজ ইন আওয়ার হার্টস!' কলেজের পরিচালন সমিতির সভাপতি, বজবজের তৃণমূল বিধায়কের সঙ্গে যোগাযোগ তো ছিলই, পরে সেই পরিচালন সমিতির অনুমতিতেই সাউথ ক্যালকাটা ল'কলেজে অস্থায়ী কর্মীর চাকরিও পেয়েছিলেন মনোজিৎ। সূত্রের খবর, আলিপুর কোর্টে প্র্য়াকটিসও করতেন তিনি।






























