Ananda Sakal : ভাঙড়, বীরভূমের পর এবার মুর্শিদাবাদে খুন তৃণমূলকর্মী,ভরতপুরে বাইক থামিয়ে এলোপাথাড়ি কোপ দুষ্কৃতীদের
ABP Ananda LIVE : ভাঙড়, বীরভূমের পর এবার মুর্শিদাবাদে খুন তৃণমূলকর্মী। ভরতপুরে বাইক থামিয়ে এলোপাথাড়ি কোপ দুষকৃতীদের। পুরনো শত্রুতার জেরে হত্যা, অনুমান পুলিশের।
ভরতপুরে খুন তৃণমূলকর্মী।
Weather Update : আবার নিম্নচাপ? দমকা হাওয়া, মেঘের গর্জন, ভারী বৃষ্টি! আগামী ৩-৪ দিনের আবহাওয়া নিয়ে বড় বার্তা IMD-র
একদিন রোদ ঝলমল আবহাওয়ার পর আবার তুমুল বৃষ্টি। আবার দুর্যোগের মেঘ বঙ্গে। কলকাতার আকাশে ঘনঘোর বর্ষার সঙ্কেত। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী ২৪ ঘন্টায় পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। মৌসুমি বায়ুর জোরদার প্রভাব এখন ফিরোজপুর, কর্ণাল, মীরাট, বারাণসী, জামশেদপুর, দিঘায়। উত্তর বঙ্গোপসাগরে প্রত্যাশিত নিম্নচাপ অঞ্চলের প্রভাবে, ২৪ থেকে ২৮ জুলাই তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়তে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।






























