RG Kar Case: লালবাজারের ধাঁচেই স্বাস্থ্য ভবনের বাইরে রাতভর অবস্থানে জুনিয়র ডাক্তাররা
দুপুর থেকে রাত পেরিয়ে সকাল। লালবাজারের ধাঁচেই স্বাস্থ্য ভবনের বাইরে রাতভর অবস্থানে জুনিয়র ডাক্তাররা। আন্দোলনকারীদের সমর্থন জানাতে মধ্য়রাতে সেখানে পৌঁছোলেন নিহত চিকিৎসকের মা-বাবা। প্রশাসনের উদ্দেশে একের পর এক প্রশ্ন ছুড়ে দেওয়ার পাশাপাশি মুখ্য়মন্ত্রীর মন্তব্য় নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
সরকারের বৈঠকের বার্তায় সাড়া দিলেন না জুনিয়র ডাক্তাররা। ইমেল করে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বৈঠকে আহ্বান স্বাস্থ্য দফতরের প্রধান সচিবের। নবান্নে এসে আলোচনার বার্তা জুনিয়র ডাক্তারদের। 'যেভাবে ডাকা হয়েছে, তা আন্দোলনকেই অসম্মান', আন্দোলনে অনড় থেকে পাল্টা জানিয়ে দিলেন জুনিয়র ডাক্তাররা। সাড়া না পেয়ে নবান্ন থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী, দাবি চন্দ্রিমা ভট্টাচার্যর।
এক হাতে প্রতীকী চোখ, এক হাতে মগজ। লালবাজার অভিযানে শিরদাঁড়ার পর, এবার স্বাস্থ্য়ভবন অভিযানে জুনিয়র ডাক্তারদের হাতে দেখা গেল, ব্রেন, চোখ ও টিবিয়ার মডেল। সঙ্গে ঝাঁটা নিয়ে স্বাস্থ্যভবন সাফাই অভিযান করলেন জুনিয়র ডাক্তাররা।