Ananda Sakal (Seg 1): উদ্বেগ বাড়িয়ে সাপ্তাহিক পজিটিভিটি রেটে এক নম্বরে বাংলা| Bangla News
উদ্বেগ বাড়িয়ে দেশে করোনার সাপ্তাহিক পজিটিভিটি রেটের (Corona Weekly Positive Rate) নিরিখে প্রথম স্থানে উঠে এল বাংলা (West Bengal)! মহারাষ্ট্র (Maharashtra), দিল্লিকে (Delhi) ছাপিয়ে বাংলার পজিটিভিটি রেট ৩২ শতাংশের বেশি! কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তালিকায় ডিস্ট্রিক্ট অফ কনসার্ন (District Of Concern) কলকাতায় সাপ্তাহিক পজিটিভিটি রেট ৬০ শতাংশেরও বেশি! যা দেশের সমস্ত জেলার মধ্যে সর্বোচ্চ! দেশে দৈনিক আক্রান্তের সংখ্যাও ২ লক্ষের দোরগোড়ায়!
করোনা রুখতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ডায়মন্ডহারবার মডেলে জোর। বুধবার সারাদিন ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে ৫৩ হাজারের বেশি করোনা পরীক্ষা (Covid Test) হল। এলাকাকে কোভিডমুক্ত করতে চেষ্টার শেষ থাকবে না। ট্যুইটে বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যা নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা।
রাজ্যপালের ডাকা বৈঠকে গেলেন না মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি। তা নিয়েই ফের সরব রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁর মন্তব্য, পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই! চলছে শাসকের আইন। বিষয়টিকে নিয়ে ফের তরজায় জড়িয়েছে তৃণমূল ও বিজেপি। রাজ্য-রাজভবন লাগাতার সংঘাতে বাংলার ভাবমূর্তির ক্ষতি। মত বাম ও কংগ্রেসের।