আনন্দ সকাল (Seg 1): টানা ৪ দিন রাজ্যে দৈনিক মৃত্যু ৩০-এর ওপর, সতর্ক থাকতে বলছেন ডাক্তাররা | Bangla News
রাজ্যে নিম্নমুখী দৈনিক সংক্রমণের হার। এই অবস্থায় অনেকেরই প্রশ্ন, আমরা কি করোনার থার্ড ওয়েভের (Third Wave of Corona) শিখর পার করে ফেলেছি? যদিও, এটা এখনই বলার সময় আসেনি বলেই মত চিকিৎসকদের একাংশের।
টানা ৪ দিন রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যা তিরিশের উপরে রয়েছে। এই অবস্থায়, চাপ বাড়ছে হাসপাতালগুলির আইসিইউ (ICU)-র উপর। সরকারি ও বেসরকারি, সব জায়গাতেই চিত্রটা এক। আরও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
স্কুলপড়ুয়াদের পাশাপাশি স্কুলছুটদের ভ্যাকসিনেশনে (Corona Vaccination) তৎপরতা বাড়াল কলকাতা পুরসভা। স্কুলছুটদের চিহ্নিত করে যাতে পুরসভার (KMC) কোভ্যাকসিন সেন্টারে হাজির করা যায়, তার জন্য কাউন্সিলরদের প্রচারে জোর দিতে বলা হয়েছে।
এবার হাওড়ার ডোমজুড়েও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) বিরুদ্ধে ফ্লেক্স। আজ সকালে বাঁকড়া ১ ও ২ নম্বর পঞ্চায়েত এলাকায় হাওড়া-আমতা রোডের ধারে শ্রীরামপুরের তৃণমূল (TMC) সাংসদের বিরুদ্ধে একাধিক ফ্লেক্স দেখা যায়। কারা ওই ফ্লেক্স লাগিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এর আগে হুগলির রিষড়াতেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক পোস্টার দেখা যায়। ডোমজুড় বিধানসভা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত।
হলদিয়ায় (Haldia) এক্সাইড কারখানায় শ্রমিক বিক্ষোভ। ইন্ধনের অভিযোগে গ্রেফতার তৃণমূলের (TMC) শ্রমিক সংগঠনের ২ শীর্ষ নেতা। এক্সাইড কর্তৃপক্ষের অভিযোগ, শ্রমিক বিক্ষোভের জেরে কারখানার উত্পাদন ব্যাহত হয়। কয়েকজন ঠিকা শ্রমিক বিশৃঙ্খলা সৃষ্টি করে অন্য ঠিকা শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দেয়। হলদিয়ার দুর্গাচক থানায় অভিযোগ দায়ের করে এক্সাইড কর্তৃপক্ষ। তার প্রেক্ষিতে দুই ঠিকা শ্রমিককে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, ধৃত শ্রমিকদের জেরায় উঠে আসে আইএনটিটিইউসি-র (INTTUC) তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তাপস মাইতি ও হলদিয়ায় আইএনটিটিইউসি-র বিশেষ পর্যবেক্ষক সঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের নাম। এরপর কারখানা বন্ধে বিশৃঙ্খলা ও উস্কানির অভিযোগে দুই আইএনটিটিইউসি নেতাকেও গ্রেফতার করে পুলিশ।