Ananda Sakal (Seg 1): আগামীকাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা|Bangla News
আনিস (Anish Khan) খুনে গ্রেফতার দুজন পুলিশকর্মী। জানালেন মুখ্যমন্ত্রী। আনিসের বাড়িতে গেছিল পুলিশই। রাজ্য পুলিশ সূত্রে খবর। গ্রেফতার হোমগার্ড কাশীনাথ বেরা (Kashinath Bera) ও সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্য (Pritam Bhattacharya)। কার নির্দেশে খুন ? প্রশ্ন আনিসের বাবার।
আজ থেকে বৃষ্টি শুরু পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। প্রায় সব জেলাতেই কুয়াশার সতর্কতা। শনিবার পর্যন্ত চলবে বৃষ্টি।
কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই দু’-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব বাংলাদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি, ফের রাজ্যে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। দু’য়ের প্রভাবে ফাল্গুনের দ্বিতীয় সপ্তাহে বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি। এদিকে, বৃষ্টি হলেও নতুন করে পারদ নামার সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।