Ananda Sakal (Seg 1): উত্তরাখণ্ড-ওড়িশা মকর সংক্রান্তির স্নানে নিষেধাজ্ঞা জারি করলেও বাংলা পারল না কেন? উঠছে প্রশ্ন| Bangla News
করোনা আবহে মকর সংক্রান্তির স্নানে নিষেধাজ্ঞা জারি করেছে উত্তরাখণ্ড সরকার। মকর সংক্রান্তিতে জমায়েত বন্ধ করতে নির্দেশ দিয়েছে ওড়িশা সরকারও। এই প্রেক্ষাপটে চিকিৎসকরা প্রশ্ন তুলছেন, গঙ্গাসাগর নিয়ে বাংলা এই পথে হাঁটতে পারল না কেন? এনিয়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে চাপানউতোর।
করোনা আবহে মেলা না করার সিদ্ধান্ত নিয়েও ৪ দিনের মধ্যে সেই সিদ্ধান্ত থেকে সরে এল সরকার। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha) জানান, বিধি মেনে ছোট করে হবে জয়দেবের মেলা। সরকারের এই সিদ্ধান্ত বদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি (BJP) ও সিপিএম (CPM)।
একের পর চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সংক্রমিত। তার ফলে পরিষেবা দেওয়াই কঠিন হয়ে পড়েছে কলকাতার একের পর সরকারি হাসপাতালে। বন্ধ রাখতে হয়েছে একাধিক পরিষেবা। বেসরকারি হাসপাতালে প্রায় একই পরিস্থিতি। রাজ্যের সরকারি কর্মীদের এক পঞ্চমাংশই করোনা আক্রান্ত।