Ananda Sakal (Seg 2): ১৪ দিনে ১২ বার দাম বাড়ল জ্বালানির দাম, প্রভাব পড়ছে বাজারেও।Bangla News
ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। এই নিয়ে ১৪ দিনে ১২ বার দাম বাড়ল জ্বালানির। সেইসঙ্গে দেশে সর্বকালীন রেকর্ড হল পেট্রোলের দামের। ডিজেলের দামও ১০০ ছুঁই ছুঁই। লিটারপ্রতি ৪২ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম হয়েছে ১১৩ টাকা ৪৫ পয়সা। ৪০ পয়সা বেড়ে ডিজেলের দাম হয়েছে ৯৮ টাকা ২২ পয়সা। দেখা যাচ্ছে, এই ১৪ দিনে পেট্রোলের দাম বেড়েছে লিটারপ্রতি ৮ টাকা ৭৮ পয়সা। একই সময়ে ডিজেলের দাম বেড়েছে ৮ টাকা ৪৩ পয়সা।
নদিয়ার কুপার্স শহর তৃণমূলের তরফে আজ জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে মিছিল করা হয়। আজ সকালে তৃণমূলের মহিলা কর্মীরা কুপার্সে পার্টি অফিসের সামনে মাটির উনুনে রান্না করেন। কুপার্স কালীবাড়ির সামনে থেকে ভ্যানের উপর মোটরবাইক, গ্যাসের সিলিন্ডার, মাটির উনুন নিয়ে মিছিলও হয়।
পেট্রোল-ডিজেলের মতো দাম বাড়ছে রান্নার গ্যাসেরও। জ্বালানি মহার্ঘ হতেই চড়ছে বাজারও। চাল, ডাল, তেল, শাক-সবজি থেকে মাছ-মাংস। সবকিছুই অগ্নিমূল্য। কীভাবে সংসার চলবে, তা নিয়েই আতান্তরে পড়েছে সবাই।