Ananda Sakal (Seg 2): ঝালদায় বোর্ড গঠনের দিন গন্ডগোলের ঘটনায় ১৪৪ ধারা ভঙ্গ-সহ একাধিক অভিযোগে মামলা দায়ের । Bangla News
ঝালদা পুরসভার বোর্ড গঠনের দিন গন্ডগোলের ঘটনায় ৪ কংগ্রেস নেতা কাউন্সিলর, কর্মী ও আড়াইশো সমর্থকের বিরুদ্ধে মামলা রুজু করল ঝালদা থানার পুলিশ। ৯ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়ালের বিরুদ্ধেও রুজু হয়েছে মামলা। ১৪৪ ধারা ভঙ্গ-সহ একাধিক অভিযোগে মামলা দায়ের করেছে ঝালদা থানার পুলিশ। মঙ্গলবার ঝালদা পুরসভার বোর্ড গঠনের আগে কংগ্রেসের কালা দিবস পালন ঘিরে ধুন্ধুমার বাধে। পুলিশের ব্যারিকেড ভেঙে দেন তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু। পাল্টা পুলিশি নিগ্রহের পাল্টা অভিযোগ তোলেন নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী।
ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনের তদন্তে তত্পর সিবিআই। সূত্রের খবর, তপন কান্দু খুনের ঘটনায় আজ ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকে তলব করা হয়েছে। তার আগে ঝালদায় আসছেন সিবিআইয়ের ডিআইজি। আইসি-কে থানাতেই জিজ্ঞাসাবাদের সম্ভাবনা। অন্যদিকে, তপন কান্দু খুনে পুলিশের হাতে গ্রেফতার হওয়া চার অভিযুক্তকে আজ হেফাজতে নিতে পারে সিবিআই। খবর সূত্রের।