আনন্দ সকাল (Seg 2): 'ভাটপাড়ার ঘটনার তদন্ত করবে স্বরাষ্ট্রমন্ত্রক', সুকান্তর দাবি ঘিরে চাপানউতোর| Bangla News
নেতাজির মূর্তিতে মাল্যদানকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি অশান্তিতে রণক্ষেত্র ভাটপাড়া! চলল গুলি! সংঘাতে জড়ালেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ (Arjun Singh)। পুলিশের বিরুদ্ধে সাংসদের সুরক্ষায় গাফিলতির অভিযোগ বিজেপির। তদন্ত করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। দাবি বিজেপির রাজ্য সভাপতির (Sukanta Majumdar)। পাল্টা সুর চড়াল তৃণমূলও (TMC)। ঘটনায় রুজু হয়েছে ৩টি মামলা।
নেতাজির জন্মজয়ন্তী পালনকে কেন্দ্র করে রণক্ষেত্র ভাটপাড়ায় চলল গুলি। ঘটনাটিকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন অনেকে। আজকের দিনে এমন অশান্তিতে বাংলার ভাবমূর্তি কালিমালিপ্ত হয়েছে। অভিযোগ কংগ্রেস ও বামেদের। ভাটপাড়ায় অশান্তির দায় নিয়ে তরজায় জড়িয়েছে তৃণমূল ও বিজেপি।
বিধানসভায় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালনের সরকারি অনুষ্ঠানে, দেখা গেল না বিজেপি বিধায়কদের। পরে আলাদাভাবে শ্রদ্ধা জানাতে যান শুভেন্দু অধিকারীরা। নেতাজিকে কারা শ্রদ্ধা করে? তা নিয়ে শুরু তরজাও।
করোনা পরিস্থিতির মধ্যেই মহারাষ্ট্রে আজ থেকে খুলল স্কুল। প্রথম থেকে দ্বাদশ সব শ্রেণির পড়ুয়াই স্কুলে আসতে পারবে বলে জানিয়েছে মহারাষ্ট্র সরকার। স্কুলগুলিকে কোভিড প্রোটোকল যথাযথভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে, কোনও এলাকার স্কুল খোলা হবে কি হবে না, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার স্থানীয় প্রশাসনের। করোনার তৃতীয় ঢেউয়ের প্রভাবে মহারাষ্ট্রে সংক্রমণ বাড়ায় এর আগে স্কুল, কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার।
রাজ্যে টানা ৯ দিন দৈনিক মৃত্যুর সংখ্যা ৩০-এর ওপরে। দৈনিক মৃত্যুতে কলকাতার পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে হাওড়া ও বীরভূম। তবে তৃতীয় ঢেউয়ে সংক্রমণের শীর্ষ পেরি গিয়েছে কলকাতা। দাবি আইআইটি মাদ্রাজের গবেষণায়।






























