Ananda Sakal (Seg 2): উত্তরপ্রদেশের এক্সিট পোলে পাল্লা ঝুঁকে BJP-র দিকে, পাঞ্জাবে এগিয়ে আপ।Bangla News
সি ভোটার, জন কি বাত, পোলস্ট্র্যাট, পি-মার্ক’এর এগজিট পোল অনুযায়ী, উত্তরপ্রদেশের ফের ক্ষমতা ধরে রাখতে পারে বিজেপি (BJP)। দ্বিতীয় স্থানে থাকতে পারে অখিলেশের সমাজবাদী পার্টি (Samajwadi Party)। তৃতীয় স্থানে থাকতে পারে মায়াবতীর বহুজন সমাজ পার্টি (Bahujan Samaj Party)। প্রিয়ঙ্কা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস (Congress) থাকতে পারে চতুর্থ স্থানে।
সি ভোটার, অ্যাক্সিস মাই ইন্ডিয়া, পোল স্ট্র্যাট বা জন কি বাত - সবারই বুথ ফেরত সমীক্ষায় পাঞ্জাবে পালাবদলের ইঙ্গিত। ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলতে পারে কেজরিওয়ালের আম আদমি পার্টি (Aam Aadmi Party)। দ্বিতীয় স্থানে থাকতে পারে কংগ্রেস (Congress)। বিজেপি ও অমরিন্দর সিংহের দলের জোটের ঝুলিতে যেতে পারে সামান্য কিছু আসন।
সি ভোটার, ম্যাট্রিজের এক্সিট পোলে ইঙ্গিত, এবার উত্তরাখণ্ড বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে পারে কংগ্রেস (Congress)। যদিও ভেটো এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এক্সিট পোল অনুযায়ী, উত্তরাখণ্ডে বিজেপিই (BJP) ক্ষমতা ধরে রাখতে পারে।






























