Ananda Sakal (Seg 3): পানিহাটি তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনে বারুইপুর আটক আরও ৩।Bangla News
পানিহাটি তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনে আটক আরও ৩। বারুইপুর থেকে ৩ জনকে পাকড়াও করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। কাউন্সিলর খুনে ব্যবহৃত অস্ত্র শ্যুটার অমিত পণ্ডিত কিনেছিল এই ৩ জনের কাছ থেকে। জেরায় এমনটাই জানিয়েছে ধৃত আততায়ী অমিত পণ্ডিত, দাবি পুলিশের।
হত্যার নেপথ্যে কারা? কারা সুপারি কিলার দিয়ে খুন করাল? সুপারি কিলারের নেপথ্যে বড় মাথা? বোর্ড গঠনের ঠিক মুখে কেন খুন হতে হল তৃণমূল কাউন্সিলরকে? খুনের নেপথ্যে কি রাজনীতির গভীর প্যাঁচ? বিশেষ কারোর পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন অনুপম দত্ত? গত ২দিন ধরে এই সব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। নিহত তৃণমূল কাউন্সিলরের স্ত্রী মীনাক্ষী দত্ত গতকাল বলেন, “ভিতরের কেই না থাকলে, এলাকার কেউ না থাকলে, এরকম ভাবে খুন হতে পারে না। লোকাল পুলিশ নয়, CBI-CID তদন্ত হোক।






























