আনন্দ সকাল (Seg 3): 'ডায়মন্ড হারবারে সংক্রমণের হার ৩ শতাংশের নিচে', অভিষেকের দাবি ঘিরে তরজা তুঙ্গে | Bangla News
গঙ্গাসাগর ও কলকাতা কাছাকাছি হওয়া সত্বেও ডায়মন্ড হারবারে সংক্রমণের হার ৩ শতাংশের নিচে, এই পরিসংখ্যান তুলে ধরে করোনা মোকাবিলায় ডায়মন্ড মডেলের সাফল্যের দাবি করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সফল মডেল কেন বাংলার সব জেলায় কার্যকর করা হচ্ছে না? তৃণমূলকে নিশানা করে এই প্রশ্নই তুলছে বিরোধীরা।
যন্ত্র আছে, কিন্তু আসছে না পর্যাপ্ত নমুনা। অভিযোগ, এর ফলে অতিমারির সময়েও পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না কলকাতায় (Kolkata) নাইসেডে (NICED) থাকা আরটিপিসিআর টেস্টের উন্নতমানের যন্ত্র। কীভাবে এই যন্ত্র পুরোপুরি
ব্যবহার করা যায়, তা নিয়ে আলোচনা চলছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর।
করোনার (Corona) সংক্রমণ ঠেকাতে সল্টলেকে (Saltlake) পুলিশি তৎপরতা। চলল ব্যাপক ধরপাকড়। বাজারে গিয়ে, রাস্তায় দাঁড়িয়ে, বাসে উঠে বিনা মাস্কে (Mask) থাকা কয়েকজনকে আটকও করে পুলিশ। পাশাপাশি চলে মাইকে প্রচার।
মাদুলি পরলেই উধাও হয়ে যাবে করোনা। এমনই দাবি করে মাদুলির ব্যবসা ফেঁদে বসেছেন পূর্ব মেদিনীপুরের (East Midnapore) সুতাহাটার এক বাসিন্দা। এসব বুজরুকি ছাড়া আর কিছুই নয়, দাবি বিজ্ঞান মঞ্চের। বিষয়টি খোঁজ নেওয়া হবে বলে জানিয়েছেন হলদিয়ার (Haldia) মহকুমাশাসক।