Suvendu Adhikari: 'সীমান্তে কিছু হলেই মুখ্যমন্ত্রী বলছেন, BSF-এর দায়', কটাক্ষ শুভেন্দুর
ABP Ananda LIVE : 'বিজেপির বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে'। 'NRC নিয়ে অপপ্রচার করেছে তৃণমূল'। 'সীমান্তে কিছু হলেই মুখ্যমন্ত্রী বলছেন, BSF-এর দায়'। 'রাজ্যে রোহিঙ্গাদের ঢোকাতে BSF-কে জমি দেননি মুখ্যমন্ত্রী'। 'কাঁটাতারের বে়ড়া দেওয়ার জন্য BSF-কে জমি দেয়নি রাজ্য। 'সীমান্তবর্তী এলাকায় আমরা এখন হিন্দু শূন্য'। 'ভোটব্যাঙ্কের স্বার্থে রোহিঙ্গা ঢোকাচ্ছেন মুখ্যমন্ত্রী', আক্রমণ শুভেন্দুর।
আজ থেকেই হাওয়া বদল, বাড়বে উত্তুরে হাওয়ার দাপট
আজ থেকেই হাওয়া বদল। বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। কাল থেকে ফের নামবে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। পারদ-পতনের পর দু’-এক জায়গায় শীতল দিনের মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কাল থেকে মঙ্গলবারের মধ্যে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। উত্তরবঙ্গে কুয়াশার দাপট। জাঁকিয়ে শীতের সম্ভাবনা এখন নেই। উল্টে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী সপ্তাহের শেষে ফের তাপমাত্রা বাড়বে।


















