Ananda Sakal (Seg 3): বগটুই-কাণ্ডে আবারও মিহিলালকে তলব CBI-এর, রেকর্ড করা হবে বয়ান।Bangla News
রামপুরহাটকাণ্ডে SDPO-র পর এবার সাসপেন্ড হওয়া আইসি ত্রিদীপ প্রামাণিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল সিবিআই। আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অস্থায়ী ক্যাম্পে তাঁকে তলব করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, সেদিন রাতে কী ঘটেছিল? আইসি কটা নাগাদ খবর পেয়েছিলেন? ঘটনার কথা জানার পর কী কী ব্যবস্থা নিয়েছিলেন, সে সব নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে।
ইতিমধ্যে রামপুরহাট থানার ঘটনার রাতের সিসিটিভি ফুটেজ (CCTV Footage) সংগ্রহ করেছে সিবিআই। সূত্রের খবর, ঘটনার রাতে থানার আধিকারিকদের গতিবিধি জানার পাশাপাশি থানায় বাইরের কেউ এসেছিলেন কি না, তা জানার জন্য সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, আজ ফের রামপুরহাটকাণ্ডে মৃতদের আত্মীয় মিহিলাল শেখের বয়ান রেকর্ড করা হবে।
তৎকালীন SDPO, স্বতঃপ্রণোদিত মামলাকারী সাব ইন্সপেক্টর এবং রামপুরহাট হাসপাতালের ময়নাতদন্তকারী চিকিৎসকেরও বয়ান রেকর্ড করা হয়। সিবিআই সূত্রে দাবি, ধৃত আনারুল জেরার মুখে দাবি করেন, তাঁকে ফাঁসানো হয়েছে।