Ananda Sakal (Seg 3): স্কুল খুললেও, ক্লাসে কঠোরভাবে মানা হবে দূরত্ববিধি|Bangla News
আজ থেকে ফের রাজ্যে খুলে গেল স্কুল। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শুরু ক্লাস। সরকারি স্কুলগুলির পাশাপাশি খুলেছে বেসরকারি স্কুলগুলিও। কোভিডবিধি মেনেই খুলেছে ফিউচার ফাউন্ডেশন স্কুলের (Future Foundation School) দরজা। ধাপে ধাপে শুরু ক্লাস। ছাত্রছাত্রীদের হাত, ব্যাগ, জুতো স্যানিটাইজ করে স্কুলচত্বরে ঢুকতে দেওয়া হচ্ছে। দূরত্ববিধি মেনে চলার জন্যও নেওয়া হয়েছে ব্যবস্থা।
আজ থেকে ফের রাজ্যে খুলে গেল স্কুল। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শুরু ক্লাস। রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলে (DPS) কোভিড বিধি মেনেই শুরু হয়েছে ক্লাস। হাইব্রিড বোর্ডের মাধ্যমে ক্লাস নেওয়া হচ্ছে। এর ফলে ক্লাসে বসে থাকা ছাত্রছাত্রী এবং বাড়িতে থাকা অনলাইন ক্লাস করা ছাত্রছাত্রীরা উভয়েই একসঙ্গে ক্লাস করতে পারবে। কোভিড বিধির স্বার্থে প্রতি ক্লাসে পঞ্চাশ শতাংশ ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাস করা হচ্ছে।
আজ থেকে ফের রাজ্যে খুলে গেল স্কুল। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শুরু ক্লাস। রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলে (DPS) কোভিড বিধি মেনেই শুরু হয়েছে ক্লাস। হাইব্রিড বোর্ডের মাধ্যমে ক্লাস নেওয়া হচ্ছে। এর ফলে ক্লাসে বসে থাকা ছাত্রছাত্রী এবং বাড়িতে থাকা অনলাইন ক্লাস করা ছাত্রছাত্রীরা উভয়েই একসঙ্গে ক্লাস করতে পারবে। কোভিড বিধির স্বার্থে প্রতি ক্লাসে পঞ্চাশ শতাংশ ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাস করা হচ্ছে। এতদিন পর স্কুলে এসে ছাত্রছাত্রীরা জানাচ্ছে, 'অনেকদিন পর স্কুল এসে ভালো লাগছে। আগের মতো আমরা একসঙ্গে বসে ক্লাস করছি। অনলাইনে ক্লাস করতে ভালো লাগত না, পাশে বন্ধুদের পেতাম না। এখানে এসে সকলের সঙ্গে ক্লাস করতে পেরে খুব ভালো লাগছে'।