আনন্দ সকাল (Seg 3): অখিলেশের হয়ে দু'দফায় উত্তরপ্রদেশে প্রচারে যাবেন মমতা | Bangla News
সমাজবাদী পার্টির (SP) সমর্থনে দুদফায় উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ভোটপ্রচারে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার তৃণমূল (TMC) নেত্রীর সঙ্গে বৈঠকের পর এমনটাই জানান সমাজবাদী পার্টির সহ-সভাপতি কিরণময় নন্দ। যদিও এতে গুরুত্ব দিচ্ছে না এরাজ্যের বিরোধী দলগুলি।
গোয়ায় (Goa) ৪০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১১টিতে প্রার্থী ঘোষণা করল তৃণমূল (TMC)। ১০টি আসন তারা ছাড়ছে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টিকে (MGP)। মঙ্গলবার গোয়ায় দলীয় নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যদিও বিজেপি এসবে কোনও গুরুত্ব দিচ্ছে না।
দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) বিরুদ্ধে হাইকোর্টে বিক্ষোভ দেখালেন তৃণমূলের (TMC) লিগ্যাল সেলের আইনজীবীদের একাংশ। ইঙ্গিতপূর্ণভাবে তৃণমূল সাংসদের পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেতা প্রণয় রায়। বিক্ষোভ প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, দিদি সব দেখছেন। কোনও মন্তব্য করব না।
এবার হাওড়ার ডোমজুড়েও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) বিরুদ্ধে ফ্লেক্স। আজ সকালে বাঁকড়া ১ ও ২ নম্বর পঞ্চায়েত এলাকায় হাওড়া-আমতা রোডের ধারে শ্রীরামপুরের তৃণমূল (TMC) সাংসদের বিরুদ্ধে একাধিক ফ্লেক্স দেখা যায়। কারা ওই ফ্লেক্স লাগিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এর আগে হুগলির রিষড়াতেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক পোস্টার দেখা যায়। ডোমজুড় বিধানসভা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত।
হলদিয়ায় (Haldia) এক্সাইড কারখানায় শ্রমিক বিক্ষোভ। ইন্ধনের অভিযোগে গ্রেফতার তৃণমূলের (TMC) শ্রমিক সংগঠনের ২ শীর্ষ নেতা। এক্সাইড কর্তৃপক্ষের অভিযোগ, শ্রমিক বিক্ষোভের জেরে কারখানার উত্পাদন ব্যাহত হয়। কয়েকজন ঠিকা শ্রমিক বিশৃঙ্খলা সৃষ্টি করে অন্য ঠিকা শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা দেয়। হলদিয়ার দুর্গাচক থানায় অভিযোগ দায়ের করে এক্সাইড কর্তৃপক্ষ। তার প্রেক্ষিতে দুই ঠিকা শ্রমিককে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, ধৃত শ্রমিকদের জেরায় উঠে আসে আইএনটিটিইউসি-র (INTTUC) তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তাপস মাইতি ও হলদিয়ায় আইএনটিটিইউসি-র বিশেষ পর্যবেক্ষক সঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের নাম। এরপর কারখানা বন্ধে বিশৃঙ্খলা ও উস্কানির অভিযোগে দুই আইএনটিটিইউসি নেতাকেও গ্রেফতার করে পুলিশ।