Ananda Sakal (Seg 3): নৈহাটিতে পিটিয়ে খুনের অভিযোগ, ইটভাটা ব্যবসায়ীকে 'অপহরণ' কসবায়।Bangla News
পুলিশ পরিচয়ে কসবা এলাকা থেকে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ। কয়েকঘণ্টার মধ্যে টালিগঞ্জ থেকে উদ্ধার। ৬ জনকে আটক করেছে পুলিশ। অভিযোগ, গতকাল কসবার অ্যাক্রোপলিস মলের কাছ থেকে পুলিশ পরিচয় দিয়ে বসিরহাটের ইটভাটা মালিককে গাড়ি করে তুলে নিয়ে যায় কয়েকজন দুষ্কৃতী। ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। লালবাজারে বৈঠক করেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। কিছুক্ষণের মধ্যেই কসবা থানায় পৌঁছে যান কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা। আশপাশের থানাগুলিকে সতর্ক করে ব্যবসায়ী উদ্ধারে নামে পুলিশ। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়ির নম্বর চিহ্নিত করে গাড়ি মালিকের সন্ধান মেলে। সেই সূত্র ধরে রাতে টালিগঞ্জ থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। কী কারণে এই ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
নৈহাটিতে গাড়ির ইএমআই শোধ করতে না পারায় খুন?কিস্তির চেক বাউন্স করায় যুবককে ডেকে পাঠিয়েছিল শো-রুম কর্তৃপক্ষ। ওই যুবক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, পরে জানায় শো-রুম কর্তৃপক্ষ। ঝুলন্ত অবস্থায় মেলে যুবকের দেহ, দাবি শো-রুম কর্তৃপক্ষের। ঋণ শোধ করতে না পারায় খুন, অভিযোগ পরিবারের।