আনন্দ সকাল (Seg 3): বিভিন্ন ইস্যুতে অভিষেকের অবস্থানেই সায় সৌগতর|Bangla News
সক্রিয় রাজনীতি করার জন্য নির্দিষ্ট বয়স বেঁধে দেওয়া থেকে তৃণমূলে এক ব্যক্তি, এক পদ নীতি শুরু করা। বিভিন্ন বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বে সায় দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তৃণমূলের অন্তর্কলহ নিয়ে জল্পনার আবহে, এই বিষয়টি নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা
পুরভোটের আগে, প্রার্থীতালিকা নিয়ে অসন্তোষের আঁচ ছড়িয়েছে বিজেপির অন্দরেও। খড়গপুরে দলের প্রার্থীর পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেললেন বিক্ষুব্ধ বিজেপি নেত্রী। এলাকাবাসীর উদ্দেশে দিলেন হুমকিও। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিতে দেরি করেনি তৃণমূল।
তৃণমূলে প্রার্থী বিক্ষোভের মধ্যেই এবার ভিনরাজ্যের ভোটার-বিতর্ক। হুগলির রিষড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হয়েছেন পার্থসারথি গুপ্ত। বিজেপির অভিযোগ, তিনি উত্তরপ্রদেশের গোরক্ষপুরের ভোটার। এ নিয়ে এলাকায় পোস্টারও লাগিয়েছে বিজেপি। প্রার্থীপদ বাতিলের দাবিতে মহকুমাশাসকের কাছে অভিযোগও জানিয়েছে তারা। যদিও তৃণমূল প্রার্থীর দাবি, গোটাটাই চক্রান্ত। প্রার্থীর পাশে দাঁড়িয়েছে জেলা নেতৃত্ব। মহকুমাশাসক জানিয়েছেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে।
দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে খুন। টাকা লুঠের অভিযোগ। পূর্ব বর্ধমানের রায়নার ঘটনা। মৃতের নাম হামিদ আলি খান। স্থানীয় সূত্রে খবর, লটারির দোকান বন্ধ করে গতকাল রাত সোয়া ১০টা নাগাদ বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন ওই ব্যবসায়ী। অভিযোগ, বাইক আরোহী তিন দুষ্কৃতী ব্যবসায়ীর পথ আটকে গুলি চালায়। সঙ্গে থাকা ২ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে গুলিবিদ্ধ ব্যবসায়ীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। শুধু লুঠের উদ্দেশ্যেই খুন কিনা খতিয়ে দেখছে মাধবডিহি থানার পুলিশ।
হাওড়ার বেলিলিয়াস রোডে লোহার দোকানে কোটি টাকা লুঠের ঘটনায় ৩ জনকে আটক করল ব্যাঁটরা থানার পুলিশ। আটকদের মধ্যে অ্যাপ ক্যাব চালকও রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করেই বরানগর ও মহেশতলা থেকে আরও দু’ জনের হদিশ মেলে। গতকাল বেলা সাড়ে ১২টা নাগাদ হাওড়ার বেলিলিয়াস রোডের ওই লোহার দোকানে হানা দেয় তিন দুষ্কৃতী। মালিককে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তারা ১ কোটি টাকা লুঠ করে বলে অভিযোগ।






























