আনন্দ সকাল (Seg 3): কুলতলিতে বাঘের আতঙ্ক, লখনউয়ের রাস্তায় চিতাবাঘ। Bangla News
কুলতলির ডোঙ্গাজোড়া গ্রামে শেখপাড়ার জঙ্গলেই রয়েছে রয়্যাল বেঙ্গল। তবে পাঁচদিন পরেও তাকে খাঁচাবন্দি করা যায়নি।কাদামাটিতে আঁচড়ানোর দাগও মিলেছে বলে বন দফতরের কর্মীরা জানান। গতকাল গোটা গ্রাম অন্ধকার করে রাখা হয়। বাঘের নড়াচড়া টের পাওয়া গেছে বলে গ্রামবাসীদের দাবি। আশেপাশের এলাকায় নতুন করে মিলেছে বাঘের পায়ের ছাপ।ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাঘকে কাবু করার জন্য জঙ্গল ঘিরে রেখেছেন বন কর্মীরা। কিন্তু বাঘের দেখা মেলেনি। বাঘের আতঙ্কে ঘুম উড়েছে ডোঙ্গাজোড়া গ্রামের বাসিন্দারা।
কুলতলি নয় এটা উত্তরপ্রদেশের লখনউ। রাস্তায় হেলেদুলে হেঁটে বেড়াচ্ছে চিতাবাঘ। কল্যাণপুরের গুদুম্বা এলাকার ঘটনা। জাল দিয়ে আটকাতে যাওয়ায় বন দফতরের এক কর্মী-সহ তিনজনকে ঘায়েল করে পালায় চিতাবাঘ। গতকাল রাতে চিতাবাঘটি এলাকায় দাপিয়ে বেড়ায়। তাকে ধরতে বিভিন্ন জায়গায় অস্থায়ী ক্যাম্প তৈরি করেছে বন দফতর। লাঠি হাতে শুরু হয়েছে পাহারা। যদিও গোটা একটা দিন কেটে গেলেও, চিতাবাঘ অধরা।
হাওড়া পুরসভা সংশোধনী বিল নিয়ে জটিলতা আরও বাড়ল। রাজ্যপালের দাবি, বিল সংক্রান্ত কোনও নথি তাঁর কাছে পাঠানো হয়নি। তৃণমূলের অভিযোগ, পুরভোট পিছিয়ে দিতে চাইছেন রাজ্যপাল। এই নিয়ে পাল্টা শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি।
রাজ্য নির্বাচন কমিশন আদালতে ভোটের সম্ভাব্য দিন জানানোর পর থেকেই উত্তাপ বাড়ছে পশ্চিম বর্ধমানের আসানসোল পুরসভাকে ঘিরে। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম পুরসভা কার দখলে যাবে, তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
সানি লিওনির মিউজিক ভিডিও ঘিরে বিতর্ক। নতুন মিউজিক ভিডিও ‘মধুবন মে রাধিকা নাচে’ ঘিরে বিতর্ক। বিতর্কের জেরে গানের কিছু অংশ ও নাম পাল্টানোর সিদ্ধান্ত মিউজিক ভিডিও প্রস্তুতকারী সংস্থার। অন্যদিকে, অভিনেত্রী ও গীতিকার, সঙ্গীতশিল্পীরা ক্ষমা না চাইলে, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।
রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠার ১২৫তম বার্ষিকীর উদযাপনের সূচনা হবে আগামী বছর ১ মে। সেই উপলক্ষে রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী। মঠ সূত্রে খবর, নরেন্দ্র মোদি যোগ দিতে পারেন উদ্বোধনী অনুষ্ঠানে। পরবর্তী এক বছর ধরে চলবে উদযাপন।
হেলিকপ্টার ভাড়া নিতে চায় রাজ্য সরকার। কমপক্ষে ছ’জন বসতে পারেন, এমন কপ্টার ভাড়া নিতে চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পরিবহণ দফতর।