আনন্দ সকাল (Seg 4): 'নানা আবেগকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন', বাপি লাহিড়ির প্রয়াণে শোকবার্তা মোদির | Bangla News
বাপি লাহিড়ির সঙ্গে ছবি দিয়ে শোকবার্তা প্রধানমন্ত্রীর (Narendra Modi)। নরেন্দ্র মোদির ট্যুইট, 'বাপি লাহিড়ির সমস্তটা জুড়ে ছিল সঙ্গীত, নানা ধরনের আবেগকে তিনি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। প্রজন্মের পর প্রজন্ম তাঁর কাজ মনে রাখবে। প্রাণবন্ত স্বভাবের জন্য তাঁর অভাব বোধ করবে। তাঁর মৃত্যুতে শোকাহত। পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা। ওঁ শান্তি। ' শোকজ্ঞাপন করে ট্যুইট প্রধানমন্ত্রীর।
বাপি লাহিড়ির মৃত্যুতে শোকজ্ঞাপন অমিত শাহের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর (Amit Shah) ট্যুইট, "কিংবদন্তী সঙ্গীতশিল্পী-সুরকার বাপি লাহিড়ির মৃত্যুতে শোকাহত। তাঁর প্রয়াণ ভারতীয় সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি। বহুমুখী প্রতিভা ও প্রাণবন্ত স্বভাবের জন্য বাপিদা চিরস্মরণীয় হয়ে থাকবেন। পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা। ওঁ শান্তি", ট্যুইটে লেখেন অমিত শাহ।
প্রয়াত সঙ্গীত শিল্পী-সুরকার বাপি লাহিড়ি। বয়স হয়েছিল ৬৯ বছর। গতকাল রাত ১১টা নাগাদ মুম্বইয়ের জুহুর একটি নার্সিংহোমে জীবনাবসান। তাঁর এই আকস্মিক প্রয়াণে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত কান্নায় ভেঙে পড়েন। ধরা গলায় বলেন, "আমি কিছু বলার মতো অবস্থায় নেই। উনি আমার পরিবার।"
রাঘব চট্টোপাধ্যায় বলেন, "কালকে সন্ধ্যাদির জন্য চোখের জল শুকোতে না শুকোতেই আজ বাপি দা'র চলে যাওয়ার খবর! হতবাক হয়ে যাচ্ছি!"