Bangladesh News : ভারতীয় পরিচয় পত্র বানিয়ে নাশকতার ঘুঁটি সাজাচ্ছিল আনসারুল্লা বাংলার জঙ্গি!
ABP Ananda LIVE : ভারতীয় পরিচয় পত্র বানিয়ে নাশকতার ঘুঁটি সাজাচ্ছিল আনসারুল্লা বাংলার জঙ্গি! 'আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বানিয়ে মুর্শিদাবাদে ঘাঁটি গাড়ে জঙ্গি মহম্মদ শাদ রাডি'। 'শাব শেখের নামে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট বানিয়েছিল মহম্মদ শাদ রাডি'। 'আধার কার্ডে শাব শেখের ঠিকানা ছিল হরিহরপাড়ার'। 'ভোটার লিস্ট অনুযায়ী শাব শেখ নওদার বাসিন্দা'। 'ভুয়ো আধার কার্ডের ভিত্তিতে পাসপোর্টও বানিয়ে নেয় শাব শেখ ওরফে মহম্মদ শাদ রাডি'। 'ভারতীয় পরিচয়পত্র তৈরি করে ভারতের মাটিতেই স্লিপার সেল খোলার তোড়জোড়!''অস্ত্র কেনারও পরিকল্পনা ছিল আনসারুল্লা বাংলার জঙ্গি'। 'অসম ও ফালাকাটায় একাধিক বৈঠকও করে শাদ রাডি'। জঙ্গি শাদ রাডিকে ভারতে পাঠিয়েছিল আনসারুল্লা বাংলার প্রধান জসিমউদ্দিন-ঘনিষ্ঠ ফারহান ইশরাক: সূত্র।
রবিবারের সকালে শহরে ফের ম্যারাথন। বন্দর এলাকায় ম্য়ারাথনের আয়োজন করা হয় বলে এর পোশাকি নাম পোর্টাথন। ২১, ১৪ ও ৭ কিলোমিটার ম্যারাথনের সূচনা করেন মেয়র ও পুর নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা সস্ত্রীক পোর্টাথনে অংশ নেন। এই ম্যারাথনে যোগ দেন প্রাক্তন ক্রিকেটার ও বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান।